RG Kar Case Sentencing LIVE Updates: 'এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়,' বললেন বিচারক, সঞ্জয়ের কী শাস্তি হল?

Sanjay Roy Sentencing Live: ৬৪ নং ধারায়, মৃত্যুর জন্য় দায়ী, ৬৬ ধারায় ধর্ষণের শাস্তি এবং ১০৩ নং ধারায় খুনের ধারায় চার্জগঠন করা হয়েছিল। এই সব ধারাতেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও ন্যূনতম সাজা যাবজ্জীবন কারাদণ্ড। গত বছর ৯ অগাস্টের সেই ঘটনায় আজ সঞ্জয় রায়ের কী সাজা হতে চলেছে? প্রতি মুহূর্তের LIVE আপডেট রইল।

Advertisement
LIVE Updates: 'এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়,' বললেন বিচারক, সঞ্জয়ের কী শাস্তি হল? সঞ্জয় রায়ের সাজা ঘোষণা
হাইলাইটস
  • এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ
  • 'অনেক কাগজে আমাকে জোর করে সই করানো হয়েছে'
  • সঞ্জয় রায়কে এজলাসে হাজিরের নির্দেশ 

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের মামলায় আজ সাজা ঘোষণা করছে শিয়ালদা কোর্ট। গত ১৮ জানুয়ারি এই মামলায় একমাত্র দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৬৪ নং ধারায়, মৃত্যুর জন্য় দায়ী, ৬৬ ধারায় ধর্ষণের শাস্তি এবং ১০৩ নং ধারায় খুনের ধারায় চার্জগঠন করা হয়েছিল। এই সব ধারাতেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও ন্যূনতম সাজা যাবজ্জীবন কারাদণ্ড। গত বছর ৯ অগাস্টের সেই ঘটনায় আজ সঞ্জয় রায়ের কী সাজা হতে চলেছে? প্রতি মুহূর্তের LIVE আপডেট রইল।

আমরা তিনটে কেসে ফাঁসি করিয়েছি: মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাদের হাত থেকে কেসটা ইচ্ছে করে কেড়ে নেওয়া হয়েছিল। আমি তো জানি না, ডিফেন্স কীভাবে হয়েছে, আমরা তিনটে কেসে ফাঁসি করিয়েছি। আমাদের হাতে এই কেসটা থাকলে অনেক আগেই ফাঁসির নির্দেশ করিয়ে দিতাম।

সঞ্জয় রায়কে ৫০ হাজার টাকা ফাইন

সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা ফাইনও করলেন বিচারক। আইনজীবী আনিসুর রহমান বললেন, সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। 

সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড

সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল শিয়ালদা আদালত। বিচারক বললেন, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। রাষ্ট্রকে নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

বিচারক এলেন এজলাসে

বিচারক ঢুকলেন শিয়ালদা আদালতের ২১০ নম্বর ঘরে। এবার সাজা ঘোষণা করবেন তিনি।

পৌনে ৩টেয় সাজা ঘোষণা

সঞ্জয় রায়ের বক্তব্য শোনা শেষ। সাজা ঘোষণা স্থগিত রাখলেন বিচারক। দুপুর ২টো ৪৫ মিনিটে সাজা ঘোষণা করবেন বিচারক।

'মৃত্যুদণ্ড দেবেন না,' বিচারকের কাছে আবেদন সঞ্জয় রায়ের আইনজীবীর

সঞ্জয় রায়ের আইনজীবী বিচারকের কাছে আর্জি জানালেন, আমাদের বিনীত আবেদন, আমার মক্কেলকে মৃত্যুদণ্ড দেবেন না। মৃত্যুদণ্ডের বিকল্প সাজা দেওয়া হোক।

সঞ্জয় রায়ের আইনজীবী কী বললেন?

Advertisement

সঞ্জয় রায়ের আইনজীবী বললেন, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। অতীতেও এই রকম ঘটেছে। মৃত্যদণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে।

এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ

CBI-এর আইনজীবী এরপর আদালতে বললেন, এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এই ঘটনা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। এই অপরাধে একমাত্র মৃত্যুদণ্ড হলেই সমাজের আস্থা বাড়বে। 

'অনেক কাগজে আমাকে জোর করে সই করানো হয়েছে'

সঞ্জয় রায় বিচারককে বলল, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে। আমি শনিবারও আপনাকে বলেছি, আমি রুদ্রাক্ষের মালা পরে থাকি। আমি যদি সত্যিই অপরাধ করতাম, তাহলে অপরাধস্থলে আমার রুদ্রাক্ষের ছেঁড়া মালা পাওয়া যেত। আমাকে কথা বলতে দেওয়া হয়নি। অনেক কাগজে আমাকে জোর করে সই করানো হয়েছে। আমি এই সব দেখেছি স্যর।

সঞ্জয় রায়কে এজলাসে হাজিরের নির্দেশ 

সঞ্জয় রায়কে এজলাসে হাজির হওয়ার নির্দেশ দিলেন বিচারক। এজলাসে হাজির হল সঞ্জয়। এবার তার বক্তব্য শুনবেন বিচারক অনির্বাণ দাস।

দ্বিতীয়ার্ধে সাজা শোনাবেন বিচারক

নির্যাতিতার পরিবারের আইনজীবী জানালেন, আজ সাড়ে ১২টায় সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন বিচারক। তারপর একটি বিরতি নেবেন বিচারক। দ্বিতীয়ার্ধে সাজা শোনাবেন বিচারক।  

তদন্ত এখনও অনেক বাকি: নির্যাতিতার বাবা

সঞ্জয় রায়ের সাজা ঘোষণার আগে নির্যাতিতা ডাক্তারের বাবা বললেন, সঞ্জয়ের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। কিন্তু তদন্ত এখনও অনেক বাকি। 

শিয়ালদা কোর্ট চত্বর নিরাপত্তার লৌহবাসর

শিয়ালদহ কোর্ট চত্বরে সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোর্ট চত্বরের সামনে করা হয়ছে ত্রিস্তরীয় গার্ডরেলের ব্যবস্থা। নিরাপত্তার তত্ত্বাবধানে থাকছেন দু’জন ডিসি পদমর্যাদার অফিসার। এছাড়াও থাকছেন পাঁচজন এসি, ১৪ জন ইন্সপেক্টর, ৩১ জন এসআই, ৩৯ জন এএসআই, ২৯৯ জন কনস্টেবল ও ৮০ জন মহিলা পুলিশ।

সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে
সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে

সাড়ে ১২টা নাগাদ বসবে এজলাস

সারে ১২টা নাগাদ আদালতের এজলাস বসবে। তারপর সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়ের বক্তব্য শোনার পরেই সাজা ঘোষণা করা হবে।

'সোমবার আপনার কথা শুনব'

গত রবিবার বিচারক অনির্বাণ দাস বলেন, 'CBI যা প্রমাণ দিয়েছে। তাতে আপনিই দোষী। শাস্তি পেতেই হবে।' ফের সঞ্জয় বলে, 'আমার কথা শুনুন প্লিজ। আমি কিছু করিনি। আমাকে আইপিএস-রা যা বলেছেন, তাই বলেছি। আমাকে ফাঁসানো হয়েছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। ধস্তাধস্তি হলে সেটা ছিঁড়ল না কেন?' এতে বিচারক বলেন, 'সোমবার আপনার কথা শুনব।'

সঞ্জয়কে রাখা হল কোর্ট লক-আপে

আজ সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন শিয়ালদা কোর্টের বিচারক। তাকে রাখা হয়েছে কোর্ট লক-আপে। সঞ্জয় ও তার পরিবারের বক্তব্য শোনার পরে রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। 

সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের পথে

প্রেসিডেন্সি জেল থেকে বের করে শিয়ালদা আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে দোষী সঞ্জয় রায়কে। বিশাল কনভয়ে সঞ্জয়কে নিয়ে যাওয়া হল আদালতে। 

POST A COMMENT
Advertisement