আরজি করকাণ্ডে ক্রাইম সিন বা ঘটনাস্থল পরিদর্শন করতে পারবেন না নির্যাতিতার বাবা-মা। নির্যাতিতার বাবা-মায়ের আবেদন খারিজ করে দিল শিয়ালদা আদালত। বুধবার আদালত রায় ঘোষণা করতে গিয়ে জানিয়েছে, তদন্ত চলছে। তাই এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেওয়া যায় না।
উল্লেখ্য, আরজি করে ক্রাইম সিন বা ঘটনাস্থল ঘুরে দেখার জন্য আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা-মা। এই আবেদন জানিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় হাইকোর্ট তাঁদের নিম্ন আদালতের দ্বারস্থ হতে বলেছিলেন। সেই মতো তাঁরা শিয়ালদা আদলতের দ্বারস্থ হন। নির্যাতিতার বাবা-মায়ের এই আবেদনে আপত্তি জানায় রাজ্য। আপত্তি জানান অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীও।
মঙ্গলবার শুনানিতে নির্যাতিতার পরিবারের আবেদনে আপত্তি জানিয়ে রাজ্যের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ক্রাইম সিন ঘুরে দেখার কোনও অধিকার আইনজীবী বা কোনও নাগরিকের নেই। আবেদনে স্পষ্ট করে উল্লেখ নেই, তাঁরা সেখানে গিয়ে কী দেখতে চান। পরিবার সিবিআই তদন্তে ত্রুটি রয়েছে বলে দাবি করেছে। তাই পুনরায় তদন্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই আবেদন বাতিল করা হোক।' আবেদনে তাঁদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী।
এর পাল্টা নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি ও অমর্ত্য দে বলেছিলেন, 'পরিবার সেমিনার রুম বাদে হাসপাতাল ও ক্রাইম সিন ঘুরে দেখতে চায়।কলকাতা পুলিশের তদন্তে ত্রুটি ছিল বলেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তভার দিয়েছে। পরিবার দেখতে চায় কী হয়েছিল ঘটনাস্থলে। রাজ্য কী লুকোতে চাইছে, যেখানে সিবিআইয়ের কোনও আপত্তি নেই।'
অন্য দিকে, আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পূর্তিতে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৮ অগাস্ট ফের রাতভর প্রতিবাদ কর্মসূচি করা হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছর ৮ অগাস্ট রাতে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল।