RG Kar Conviction: আরজি কর-রায়েও রাজনীতি! সঞ্জয় দোষী সাব্যস্ত হতেই কুণাল vs মালব্য

বিজেপি নেতা অমি মালব্য বলেছেন যে, কলকাতা পুলিশ প্রমাণ নষ্ট করার সঙ্গে জড়িত ছিল। তিনি লিখেছেন,  "আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়া, মৃত মহিলা শিক্ষানবিশ ডাক্তারের জন্য ন্যায়বিচারের দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

Advertisement
আরজি কর-রায়েও রাজনীতি! সঞ্জয় দোষী সাব্যস্ত হতেই কুণাল vs মালব্যআরজি কর-রায়েও রাজনীতি! সঞ্জয় দোষী সাব্যস্ত হতেই কুণাল vs মালব্য

আরজি কর ধর্ষণ হত্যা মামলার অভিযুক্ত সঞ্জয় রায় ধর্ষণ ও হত্যার দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনীতির উত্তাপ কমার লক্ষণ নেই ৷ শনিবার শিয়ালদা আদালত রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং সোমবার তার সাজা ঘোষণা করবে।

বিজেপি নেতা অমি মালব্য বলেছেন যে, কলকাতা পুলিশ প্রমাণ নষ্ট করার সঙ্গে জড়িত ছিল। তিনি লিখেছেন, 
"আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়া, মৃত মহিলা শিক্ষানবিশ ডাক্তারের জন্য ন্যায়বিচারের দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। তবে, এটি যারা প্রমাণ নষ্টের চেষ্টা করার সঙ্গে অপরাধ ধামাচাপা দেওয়ার সঙ্গে জড়িত সেই কলকাতা পুলিশ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ থেকে অব্যাহতি দেয় না। তিনি লিখেছেন, ন্যায়ের চাকা ধীরে ধীরে পিষে যায়, কিন্তু সূক্ষ্মভাবে পিষে যায়। বিজেপি বাংলা তাদের ন্যায়বিচারের অন্বেষণে নির্যাতিতার পরিবারের প্রতি সমর্থনে অবিচল রয়েছে।"

পাল্টা জবাব দিয়েছেন টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছিলেন যে একটি অংশ তাদের রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই এর কঠোর ভাষায় নিন্দা করেছেন এবং অপরাধীর মৃত্যুদণ্ড দাবি করেছেন। কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করেছে। আমরা প্রথম থেকেই এই ঘটনার নিন্দা জানিয়ে আসছি। কিন্তু মানুষের একটি অংশ ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাদের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ...আরজি কর-এর পর ৩টি মামলায় রাজ্য পুলিশ দ্রুততার সঙ্গে কাজ করেছে এবং অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে...আমরা মৃত্যু চাই এই মামলায় দোষীর শাস্তি"

 

POST A COMMENT
Advertisement