আরজি কর (RG Kar Incident) কান্ডে প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিলেন মৃত ডাক্তারের বাবা। পাশাপাশি শোনা গিয়েছিল, ১৪ আগস্টের রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ভাঙচুরের ঘটনা মূলত প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট হতে থাকে। পাশাপাশি জানানো হয়, প্রমাণ লোপাট হয়েছে। তবে এই ঘটনায় প্রমাণ লোপাটের ঘটনা ঘটেনি। জানিয়ে দিলেন মৃতার বাবা।
মহিলাদের রাত দখলের কর্মসূচি যখন চলছিল, তখনই আক্রমণ হয় আরজি করে। দুষ্কৃতিরা তছনছ করে ফেলে গোটা হাসপাতাল। আক্রান্ত হন পুলিশ, সাংবাদিক থেকে শুরু করে অনেকে। নিহত ছাত্রের বাবা গত রাতে হওয়া আরজি করে হামলার ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি মৃতার বাবা। প্রমাণ লোপাটের কোনও চেষ্টা হয়নি বলেও জানিয়েছেন তিনি। গোটা বিষয়টা বিচারাধীন বলে এ ব্যাপারে কথা বলতে চাননি তিনি। বলেন, 'গতরাতে আরজি করে হামলায় প্রমাণ লোপাটের কোনো চেষ্টা হয়নি। এটা পুরোপুরি প্রশাসনের ব্যাপার। প্রশাসন যা বোঝার বুঝবে। এটা নিয়ে মন্তব্য করা আমার ঠিক হবে না। এটা বিচারাধীন বিষয়।'
রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা কেন নিতে অস্বীকার করেছেন তাও জানিয়েছেন মৃতা ডাক্তারের বাবা। ১৪ আগস্ট মধ্যরাতে আরজি কর কান্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। মৃতার বাবা বলেন, 'আমরা যদি ওর জীবনের পরিবর্তে টাকা নিই, তাতে ও খুব দুঃখ পাবে। আমি যদি কোনো বিচার পাই, তবে অবশ্যই সেই টাকা নিয়ে আসব।'
সিবিআই (CBI) অফিসাররা তাঁদের সঙ্গে দেখা করেছেন বলেও জানিয়েছেন মৃত ডাক্তারের বাবা। পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর মেয়েকে হারাতে হলেও, তিনি পেয়েছেন আরও হাজার হাজার মেয়েকে। তিনি বলেন, 'বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের বাবা বলেন, সিবিআই আধিকারিকরা আজ এসে আমাদের বক্তব্যসহ সব প্রমাণ নিয়ে গেছে। সারাদেশের পাশাপাশি বিদেশেও এই ঘটনার প্রতিবাদ ও আন্দোলনে আমরা শতভাগ পাশে আছি। প্রতিবাদী সকলের প্রতি আমাদের ভালোবাসা। আমরা সবাইকে নিজের ছেলে মেয়ে মনে করি।'পাশাপাশি তদন্তের ক্ষেত্রে সিবিআই দায়িত্ব তুলে নেওয়ায় অনেকটাই আশ্বস্ত মৃতার বাবা। তিনি বলেন, 'সিবিআই আশ্বাস দিয়েছে, ধরা পড়লে অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব করা হবে।
সারা দেশে যেভাবে কোটি কোটি মানুষ প্রতিবাদে সামিল হয়েছে তা আমার নিজের সন্তানের মতো। সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।'