scorecardresearch
 

RG Kar Parents : 'সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী হল আজও জানতে পারলাম না,' বিধানসভায় আর্তনাদ মায়ের

'সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী হয়েছিল, আজও জানতে পারলাম না', শুভেন্দুর সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়লেন আরজি করের নির্যাতিতার মা-বাবা।

Advertisement
আরজি কর কাণ্ড আরজি কর কাণ্ড
হাইলাইটস
  • শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন নির্যাতিতার বাবা-মা
  • কান্নায় ভেঙে পড়েন তাঁরা

'সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী হয়েছিল, আজও জানতে পারলাম না', শুভেন্দুর সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়লেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। মঙ্গলবার শুভেন্দু অধিকারী তথা বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করতে বিধানসভায় যান নির্যাতিতার বাবা-মা। শুভেন্দুর সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার পরিবারের সদস্যরা। বিজেপি বিধায়কদের একাধিকজনকেও চোখ মুছতে দেখা যায়। নির্যাতিতার মা জানান, তিনি আজও জানেন না, সেদিন রাতে হাসপাতালের মধ্যে ঠিক কী হয়েছিল। 

নির্যাতিতার মা বলেন, 'সেদিন রাত ১১.১৫ নাগাদ মেয়ের সঙ্গে কথা হল। ও আমাকে বলল খেয়ে শুয়ে পড়তে। তারপর আমার মেয়ের কী হল, সেই রাতে কীভাবে হাসপাতালের ভিতর মারা গেল তা আজও বুঝে উঠতে পারলাম না। হাসপাতাল তো সুরক্ষিত। ওটা তার দ্বিতীয় বাড়ি। আমি ওকে বলতাম, হাসপাতালে ঢুকে গিয়ে আমাকে একটা ফোন করবি তাহলে আর চিন্তা থাকবে না। হাসপাতাল ওর দ্বিতীয় বাড়ি। সেখানে সেই জায়গাতে কী হল তা বুঝতে পারলাম না। সেই রাতে কী হল তা আজও জানতে পারলাম না।' 


এদিকে নির্যাতিতার বাবা বলেন, 'সেদিন রাতে আমরা ময়নাতদন্ত করাতে চাইনি। তবে আমাদের কথা শোনা হয়নি। চুল্লিতে আমার মেয়েকে ঢোকানোর পরই পুলিশ প্রশাসন সবাই উধাও হয়ে যায়। আমাদের জোর জবরদস্তি ময়নাতদন্ত করানো হয়েছিল।'

আরও পড়ুন

   
এরপর শুভেন্দু অধিকারী জানান, ১০ নভেম্বর তাঁরা এক কর্মসূচি নিচ্ছেন। ১০তারিখ রাজ্যপালের কাছে তাঁরা যাবেন দেখা করতে। তৃণমূলের আনা অপরাজিতা বিলের বিপক্ষে তাঁরা নন। শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূল যে বিল আনার চেষ্টা করছে সেটা ৯ অগাস্ট পরবর্তী সমের বিচার চাওয়া হয়েছে। তবে আমরা চাই বিচার যেন নির্যাতিতা ও তার পরিবারও পায়। সেটা নিশ্চিত করতে হবে। সেজন্য় রাজ্য়পালের দ্বারস্থ হব।'
 

Advertisement

Advertisement