Mohan Bhagwat: অযোধ্যা থেকে সোজা কলকাতায় এলেন RSS প্রধান, শহরে কী কী কর্মসূচি?

সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে অংশ নিয়েছিলেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় আরএসএস প্রধান মোহন ভাগবতকে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই। মন্দির উদ্বোধন হতেই কলকাতায় এলেন আরএসএস প্রধান। সফরসূচি অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত শহরে থাকবেন তিনি।

Advertisement
 অযোধ্যা থেকে সোজা কলকাতায় এলেন RSS প্রধান, শহরে কী কী কর্মসূচি?Mohan Bhagwat

সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে অংশ নিয়েছিলেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় আরএসএস প্রধান মোহন ভাগবতকে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই। মন্দির উদ্বোধন হতেই কলকাতায় এলেন আরএসএস প্রধান। সফরসূচি অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত শহরে থাকবেন তিনি। 

সোমবার রাতে, কলকাতায় আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে অংশ নিয়েই কলকাতার বিমান ধরেন তিনি।  রাতে কেশব ভবনে ছিলেন। আজ তাঁর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছ।  টানা তিনদিন শহরে থাকছেন মোহন ভাগবত। লোকসভা ভোটের আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধানের ঘনঘন বাংলায় আসা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও সূত্রের খবর, সাংগঠনিক কোনও বৈঠক নয়, ব্যক্তিগত কাজেই শহরে আসছেন ভাগবত।

ডিসেম্বরের গোড়ায় অসম থেকে বাংলায় এসেছিলেন মোহন ভাগবত। কলকাতায় এসেই তিনি দেখা করেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে। ওই সফরেই ভাগবত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, তার পরে তবলা বাদক বিক্রম ঘোষ এবং তাঁর অভিনত্রী স্ত্রী জয়া শীলের বাড়িতেও যান। বিজেপি নেতা কল্যাণ চৌবের বাড়িতেও যান তিনি। তখন আরএসএস সূত্রে জানানো হয়, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এটি পুরোপুরি বিশিষ্টদের সঙ্গে সম্পর্ক স্থাপন। যা সঙ্ঘ নিয়মিত করে থাকে। এবারের সফরে কলকাতার শোভাবাজার এলাকায় এক সঙ্ঘকর্তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই। পাশাপাশি মঙ্গলবার বারাসতে ‘নেতাজি লহ প্রণাম’ নামের একটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি। বুধবার কলকাতায় সঙ্ঘের দফতর কেশব ভবনে থাকবেন তিনি। ২৪ জানুয়ারি ফিরে যাবেন। গোটা সফরে কোনও সাংগঠনিক বৈঠক নেই আরএসএস প্রধানের।

মোহন ভাগবতের এবারের সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলেই খবর। তবে লোকসভা ভোটের আবহে আরএসএস প্রধানের বারবার এই বঙ্গসফর নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপির তরফে আগেই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, উনি বছরে বেশ কয়েকবারই এ রাজ্যে আসেন। আরএসএসের কাজের কিছু ধরন রয়েছে। প্রচারে আসে না বলে অনেকে তা জানতে পারেন না।

Advertisement

POST A COMMENT
Advertisement