রাজ্য বিধানসভায় তুলকালাম কাণ্ড। বিধানসভায় বিজেপিকে তুলোধনা মমতার। বক্তব্যের মাঝেই মমতা বলেন, ‘আর নেই দরকার। মোদীর সরকার। মানুষ আপনাদের গদিচ্যুত করবে। বিজেপির বিধায়কদের ধিক্কার জানাই।’ ভিন রাজ্যে বাঙালিদের উপরে ‘হেনস্থা’ নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বৃহস্পতিবার। এই অধিবেশন শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বার বার সকলকে শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন। তা সত্ত্বেও BJP বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আসন ছেড়ে উঠে পড়েন মুখ্যমন্ত্রী। ওয়েলে নেমে বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করেন। একটা সময়ে নিজেই মেজাজ হারিয়ে ফেলেন। দু’পক্ষের চিৎকারে বন্ধ হয়ে যায় অধিবেশনের কাজ। BJP-র 'চোর চোর' স্লোগানের পাল্টা তৃণমূল বিধায়কদের ‘জয় বাংলা স্লোগান’ চলতে থাকে। সব মিলিয়ে বেনজির দৃশ্যের সাক্ষী হয় রাজ্য বিধানসভা।
পরিস্থিতি এতটাই হাতের বাইরে বেরিয়ে যায় যে, BJP বিধায়কদের বিধানসভা কক্ষের বাইরে বের করে দেওয়ার জন্য মার্শালকে নির্দেশ দেন স্পিকার। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বের করে দেওয়া হয়। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘BJP বিধায়করা বিধানসভার অপমান করছেন। এত অসভ্য রাজনৈতিক দল দেখিনি।’
কেবলমাত্র শঙ্কর ঘোষই নন। সাসপেন্ড হন অগ্নিমিত্রা পলও। স্পিকারকে তিনি প্রশ্ন করেন, 'আপনি কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছেন? ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর জন্য সাসপেন্ড কেন?' এরপরই অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করেন স্পিকার।
এদিকে, মার্শালদের সঙ্গে হাতাহাতিতে আহত হন শঙ্কর ঘোষ। তাঁকে বিধানসভার ওয়েলে লুটিয়ে পড়তে দেখা যায়। ঘিরে রেখে প্রাথমিক চিকিৎসা করার চেষ্টা করেন BJP-র অন্যান্য বিধায়করা। অন্যদিকে তখন ক্ষোভে ফুঁসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে BJP-র তুলোধনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'এরা বাংলা বিরোধী। বাংলা ভাষার অপমান করেছে, সেই নিয়ে বিধানসভায় কথা বললে এঁরা কথা বলতে দিচ্ছে না। এঁরা চায় না, মানুষ এগুলো জানুক।' তাঁর ভাষণের মাঝেই পাল্টা BJP বিধায়করা স্লোগানিং শুরু করেন। সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'চোর চোর, এরা চোর। আর নেই দরকার BJP সরকার। আর নেই দরকার মোদী সরকার। এদের মতো এত অপদার্থ, অসভ্য, নির্লজ্জ রাজনৈতিক দল আমি কখনও দেখিনি।'
ভাষণের মাঝে বারবার বাধাপ্রাপ্ত হন মুখ্যমন্ত্রী। তখনই 'বাংলার মাটি বাংলার জল' গানের লাইন পাঠ করতে শুরু করেন তিনি। স্পিকার BJP বিধায়কদের বিশৃঙ্খল আচরণ করতে নিষেধ করেন। মমতা বলেন, ‘মানুষ এদের অসভ্যতা দেখুক। দেশে অত্যাচার করে। ধিক্কার জানাচ্ছি। আমার কন্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আমাকে চুপ করিয়ে রাখা যাবে না। আমি বলবই। রবি ঠাকুরের ভাষায় বলি।’