সরস্বতী পুজোয় জাঁকিয়ে শীত, নাকি বাড়বে তাপমাত্রা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

বেশ কিছুদিন হাড় কাঁপানো ঠান্ডার পর আটকে গেল পারার পতন। এবার আগামী কয়েকদিন বরং বাড়তে থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গজুড়ে আগামী কয়েকদিন এমন আবহাওয়াই বিরাজ করবে।

Advertisement
সরস্বতী পুজোয় জাঁকিয়ে শীত, নাকি বাড়বে তাপমাত্রা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেটসরস্বতী পুজোয় জাঁকিয়ে শীত, নাকি বাড়বে তাপমাত্রা?
হাইলাইটস
  • বেশ কিছুদিন হাড় কাঁপানো ঠান্ডার পর আটকে গেল পারার পতন।
  • আগামী কয়েকদিন বরং বাড়তে থাকবে তাপমাত্রা।
  • সরস্বতী পুজো রয়েছে ২৩ তারিখ। অর্থাৎ হাতে গোনা ঠিক ৫ দিন পর।

বেশ কিছুদিন হাড় কাঁপানো ঠান্ডার পর আটকে গেল পারার পতন। এবার আগামী কয়েকদিন বরং বাড়তে থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গজুড়ে আগামী কয়েকদিন এমন আবহাওয়াই বিরাজ করবে। আপাতত রবিবার অর্থাৎ আজ থেকেই বাড়তে থাকবে তাপমাত্রা। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও, আগামী দু'দিনে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি।

সরস্বতী পুজো রয়েছে ২৩ তারিখ। অর্থাৎ হাতে গোনা ঠিক ৫ দিন পর। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য বলছে, তার আগে কলকাতা ও রাজ্যে তাপমাত্রা আপাতত ২-৩ ডিগ্রি আগামী ২ দিনে বৃদ্ধি পাবে। তারপর  মঙ্গলবারের পর আরও ২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। অর্থাৎ হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সরস্বতী পুজোয় এবার ঠান্ডার কাঁপুনি মিস করবে শহরবাসী।

জেলায় তাপমাত্রা কেমন রয়েছে?

আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৩ - ২৯ জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়তে পারে। গতকাল উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিঙে সর্বনিম্ন ঠান্ডা ছিল ৩.৫°-এর আশেপাশে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও হাড় কাঁপাচ্ছে শান্তিনিকেতন। ১০ ডিগ্রির নীচে রয়েছে পারা। বাঁকুড়া ও কল্যাণীরও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ ডিগ্রি।

কুয়াশার সতর্কবার্তা রয়েছে

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দাপট দেখাতে পারে কুয়াশা। রবিবার ও সোমবার দু'দিনই কুয়াশার দাপট দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়া এবং পশ্চিম বর্ধমানে কুয়াশা সংক্রান্ত সতর্কবার্তা জারি হয়েছে ৷ রবিবার  বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান হুগলি ও উত্তর ২৪ পরগনায় কুয়াশা দাপট দেখাতে পারে।

কেন বাড়ছে তাপমাত্রা?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পর পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা সোমবার ঢোকার কথা। যার জেরে চলছে তাপমাত্রার ওঠানামা।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement