scorecardresearch
 

'গঙ্গাসাগর মেলা হলে স্কুল কলেজ খুলবে না কেন?' HC-তে জনস্বার্থ মামলা

রাজ্যে স্কুল-কলেজ খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেন আইনজীবী সায়ন ব্যানার্জি। মামলাকারীর আইনজীবীর প্রশ্ন, 'এই রাজ্যে কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা হতে পারলে, নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে স্কুল-কলেজে পঠন-পাঠন সম্ভব নয় কেন?'

Advertisement
কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট
হাইলাইটস
  • রাজ্যে স্কুল-কলেজ খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা
  • মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেন আইনজীবী সায়ন ব্যানার্জি
  • গঙ্গাসাগর মেলা চললে স্কুল কলেজ খোলা হবে না কেন ? প্রশ্ন মামলাকারীর

রাজ্যে স্কুল-কলেজ খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেন আইনজীবী সায়ন ব্যানার্জি। মামলাকারীর আইনজীবীর প্রশ্ন, 'এই রাজ্যে কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা হতে পারলে, নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে স্কুল-কলেজে পঠন-পাঠন সম্ভব নয় কেন?' 

এছাড়াও আইনজীবী সায়ন ব্যানার্জির দাবি, সংবিধানে সবার জন্য বিনামূল্যে শিক্ষার অধিকারের কথা বলা আছে। তা সত্ত্বেও বর্তমানে অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে ডিজিটাল বিভাজন করা হচ্ছে। কারণ, ল্যাপটপ, স্মার্টফোন, হাই স্পিড ইন্টারনেট সবার কাছে থাকে না। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন তৈরী হচ্ছে, যা সঙ্গত নয়। ফলে এই পদ্ধতিতে পড়াশোনা চালাতে হলে রাজ্যের সব ছাত্র-ছাত্রীদের ই-লার্নিং এর সমস্ত গ্যাজেটের খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে। 

আরও পড়ুন : মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে বিধ্বংসী আগুন, উত্তেজনা


এছাড়াও লকডাউনের সময় বহু পড়ুয়া স্কুলছুট হয়েছে। সেই ড্রপ আউট ছাত্রদের পুনরায় স্কুলে ফেরানোর জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে মহামান্য হাইকোর্টের কাছে।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর স্কুল কলেজের জন্য নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হয়, বন্ধ হচ্ছে রাজ্যের স্কুল-কলেজগুলি। নির্দেশিকায় আরও জানানো হয়, ২ জানুয়ারি থেকে সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ থাকলে স্কুলে যেতে হবে না শিক্ষক বা শিক্ষাকর্মীদের।

আরও পড়ুন : Covid-এর চিকিৎসায় কোন ওষুধ খাবেন ও খাবেন না, WHO-র গাইডলাইন

তখন স্কুল কলেজ বন্ধ করা হলেও সম্প্রতি রাজ্যের কোভিড বিধি শিথিল করা হয়। সেই বিষয়ে গত ২ দিনে নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। সেলুন, যাত্রা, জিম, মেলা ইত্যাদি শর্তসাপেক্ষে খোলা যাবে বলে জানায় সরকার।  
 

Advertisement

Advertisement