শুক্রে শুরু শিয়ালদা-বনগাঁ, কৃষ্ণনগর-হাসনাবাদ AC Local, জানুন ভাড়া ও টাইম টেবিল

শিয়ালদা শাখার যাত্রীদের জন্য সুখবর। শুক্রবার থেকে শিয়ালদা-বনগাঁ-রানাঘাট, শিয়ালদা-কৃষ্ণনগর এবং বারাসত-হাসনাবাদ সেকশনে চালু হতে চলেছে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ইএমইউ লোকাল ট্রেন। যাত্রী ভিড় সামলাতে এবং আরামদায়ক যাত্রার ব্যবস্থা করতে পূর্ব রেল এই পদক্ষেপ নিয়েছে।

Advertisement
শুক্রে শুরু শিয়ালদা-বনগাঁ, কৃষ্ণনগর-হাসনাবাদ AC Local, জানুন ভাড়া ও টাইম টেবিলAC local Train (File Photo)
হাইলাইটস
  • শিয়ালদা শাখার যাত্রীদের জন্য সুখবর।
  • শুক্রবার থেকে শিয়ালদা-বনগাঁ-রানাঘাট, শিয়ালদা-কৃষ্ণনগর এবং বারাসত-হাসনাবাদ সেকশনে চালু হতে চলেছে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ইএমইউ লোকাল ট্রেন।

শিয়ালদা শাখার যাত্রীদের জন্য সুখবর। শুক্রবার থেকে শিয়ালদা-বনগাঁ-রানাঘাট, শিয়ালদা-কৃষ্ণনগর এবং বারাসত-হাসনাবাদ সেকশনে চালু হতে চলেছে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ইএমইউ লোকাল ট্রেন। যাত্রী ভিড় সামলাতে এবং আরামদায়ক যাত্রার ব্যবস্থা করতে পূর্ব রেল এই পদক্ষেপ নিয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সংযোগ চালু হওয়ার ফলে প্রতিদিন যাত্রী সংখ্যা দ্রুত বাড়ছে। সেই চাপ ভাগ করে নিতে এবং ভিড় নিয়ন্ত্রণে আনতে এই এসি লোকাল ট্রেনগুলো চালানো হচ্ছে। প্রতিদিন, অর্থাৎ রবিবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন এই ট্রেনগুলো চলবে।

রানাঘাট-বনগাঁ-শিয়ালদা লোকাল প্রতিদিন সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এবং সকাল ৯টা ৩৭ মিনিটে পৌঁছাবে শিয়ালদা। অপরদিকে, শিয়ালদা-বনগাঁ-রানাঘাট লোকাল প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছেড়ে রাত ৮টা ৪১ মিনিটে পৌঁছাবে রানাঘাটে।

কৃষ্ণনগর রুটেও থাকছে বিশেষ ট্রেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী লোকাল সকাল ৯টা ৪৮ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ৭ মিনিটে গন্তব্যে পৌঁছবে। কৃষ্ণনগর থেকে ফেরার সময় দুপুর ১টা ৩০ মিনিট, যা শিয়ালদহে পৌঁছাবে বিকেল ৩টা ৪০ মিনিটে।

এছাড়া বারাসত-হাসনাবাদ সেকশনের জন্যও থাকছে নতুন সুবিধা। বারাসত থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে ট্রেনটি পৌঁছাবে হাসনাবাদে দুপুর ১টা ৩৮ মিনিটে। ফিরতি ট্রেন হাসনাবাদ থেকে দুপুর ২টা ৩৩ মিনিটে ছেড়ে বারাসতে পৌঁছাবে বিকেল ৩টা ৫৭ মিনিটে।

শিয়ালদহ-বনগাঁ, কৃষ্ণনগর ও হাসনাবাদ রুটে নতুন চালু হওয়া এসি লোকালের ভাড়া রেল সূত্রে প্রকাশিত হয়েছে।

একক যাত্রার ভাড়া (সাধারণ টিকিট):

দমদম পর্যন্ত – ৩৫ টাকা

ব্যারাকপুর পর্যন্ত – ৬০ টাকা

নৈহাটি পর্যন্ত – ৯০ টাকা

রানাঘাট পর্যন্ত – ১২০ টাকা

মান্থলি টিকিটের ভাড়া:

দমদম পর্যন্ত – ৬২০ টাকা

ব্যারাকপুর পর্যন্ত – ১২৭৫ টাকা

নৈহাটি পর্যন্ত – ১৮১০ টাকা

রানাঘাট পর্যন্ত – ২৪৩০ টাকা

রেল সূত্রের মতে, এসি ইএমইউ লোকাল চালুর ফলে দীর্ঘ যাত্রার কষ্ট অনেকটাই কমবে। একইসঙ্গে নতুন মেট্রো সংযোগের কারণে বারাসত ও আশপাশের এলাকায় ভিড় ভাগ করতে সুবিধা হবে। যাত্রীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর, কারণ নিয়মিত লোকালের ভিড় ও গরমে যাত্রা প্রায়শই দুর্বিষহ হয়ে উঠছিল।

Advertisement

 

POST A COMMENT
Advertisement