ছবি সৌজন্যে - পূর্ব রেলটিকিট কাটার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যাত্রীদের সফর আরও আরামদায়ক, মসৃণ করতে উদ্যোগী পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। আর সেই লক্ষ্যেই শিয়ালদা-বারাসাত সেকশনে ফের চালানো হল একটি বিশেষ টিকিট পরীক্ষা অভিযান। এই অভিযানের নেতৃত্বে ছিলেন শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Sr. DCM) জাসরাম মিণা।
শিয়ালদা ডিভিশনের তরফে বলা হয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল যাত্রীদের বৈধ টিকিট কেনার গুরুত্ব বোঝানো। পাশাপাশি একইসঙ্গে নিজেদের সুবিধা ও নিরাপত্তার স্বার্থে রেলের নিয়মকানুন মেনে চলতে উৎসাহিত করা।
পূর্ব রেল সূত্রে খবর, এই অভিযান চলাকালীন বিনা টিকিটে বা অনিয়মিতভাবে সফরের জন্য ২৮২ জন যাত্রীকে ২৮ ডিসেম্বর পাকড়াও করা হয়েছে। এর পাশাপাশি ৯৪টি বুকিংহীন লাগেজ ও ৩৩ জনকে থুতু ফেলার ঘটনায় পাকড়াও করে রেল। সব মিলিয়ে মোট ৪০৯টি কেস নথিভুক্ত করা হয়েছে। এদের থেকে জরিমানা বাবদ মোট আদায় করা হয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫৯০ টাকা।
শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের আবারও মনে করিয়ে দেওয়া হয় যে ট্রেনে টিকিট ছাড়া চলা আদতে বেআইনি। সকলে যেন সর্বদা সঠিক টিকিট নিয়েই সফর করেন।