scorecardresearch
 

Local Train Cancelled: শিয়ালদা মেন লাইনে গুচ্ছ ট্রেন বাতিল, দেখে নিন পুরো তালিকা

Local train Cancelled: আজ, রবিবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা মেইন লাইনের (Main Line Train Cancelled) বেশ কিছু ট্রেন (Train) বন্ধ থাকবে। নৈহাটি ও রানাঘাটের মধ্যে থার্ড লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য, শনিবার, ১৫ তারিখ রাত ১০টা থেকে রবিবার, ১৬ তারিখ সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আজ, রবিবার সকাল ১০টা পর্যন্ত মেইন লাইনের বেশ কিছু ট্রেন বন্ধ থাকবে
  • আপ ও ডাউন মিলিয়ে ৪২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে

Local train Cancelled: আজ, রবিবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা মেইন লাইনের (Main Line Train Cancelled) বেশ কিছু ট্রেন (Train) বন্ধ থাকবে। নৈহাটি ও রানাঘাটের মধ্যে থার্ড লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য, শনিবার, ১৫ তারিখ রাত ১০টা থেকে রবিবার, ১৬ তারিখ সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। আপ ও ডাউন মিলিয়ে ৪২টি লোকাল ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে। রেলের তরফে বিবৃতি দিয়ে বিস্তারিত জানানো হয়েছে। যে ট্রেনগুলি বাতিল থাকছে-

শনিবার যে ট্রেনগুলি বাতিল-
-শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল: 31843, 31838
-শিয়ালদা-গেদে লোকাল: 31929,31928
-শিয়ালদা-শান্তিপুর লোকাল: 31539, 31540
-শিয়াল্দা-রানাঘাট লোকাল: 31629, 31631, 31634, 31636
-কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল: 31192

রবিবার যে ট্রেনগুলি বাতিল-
-শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল: 31811, 31815, 31817, 31812, 31816, 31818
-শিয়ালদা-গেদে লোকাল: 31913, 31914
-শিয়ালদা-শান্তিপুর লোকাল: 31511, 31515, 31512, 31518
-শিয়ালদা-রানাঘাট লোকাল: 31611, 31615, 31617, 31614, 31616, 31622
-রানাঘাট-নৈহাটি লোকাল: 31711,31712
-শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল: 31311, 31313, 31315, 31319, 31314, 31316, 31318, 31320
- নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল: 31191
- শিয়ালদা-নৈহাটি লোকাল: 31471, 31418

যে ট্রেনগুলির সংক্ষিপ্ত করা হয়েছে-
-শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল শনিবার কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটিতে শেষ হবে। কল্যাণী সীমান্ত লোকালটি রবিবার কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটিতে রুট শেষ করা হবে।
- শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল রবিবার কল্যাণী সীমন্তের পরিবর্তে নৈহাটিতে শেষ হবে। কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল রবিবার কল্যাণী সীমন্তের পরিবর্তে নৈহাটি থেকে সংক্ষিপ্ত হবে।
-নৈহাটি – রানাঘাট সেকশনের মধ্যে মোট ১১১টি ইএমইউ লোকাল এবং ২৬টি এক্সপ্রেস/প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে শুধুমাত্র ৪২টি ইএমইউ লোকাল বাতিল থাকবে।

Advertisement