সপ্তাহের শুরুতেই বিপত্তি! নৈহাটির কাছে সিগন্যাল বিকল হয়ে যাওয়ায় শিয়ালদা মেইন শাখায় থমকে গেল ট্রেন চলাচল। ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা। জানা যাচ্ছে, শিয়ালদহমুখী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। অল্প কিছু ট্রেন চললেও, সেগুলি নির্ধারিত সময়ের প্রায় ৪০-৪৫ মিনিট পর গন্তব্যে গিয়ে পৌঁছচ্ছে। বিঘ্নিত হয়েছে শিয়ালদহ-নৈহাটি ও নৈহাটি-ব্যান্ডেল শাখার ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, ৭টি দূরপাল্লার ট্রেন ও ২০টি লোকাল দেরিতে চলছে।
জানা গেছে, সোমবার সকাল ৬টা নাগাদ নৈহাটি স্টেশনে সিগন্যাল বিভ্রাট দেখা দেয়। তারপর থেকেই ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। দাঁড়িয়ে পড়েছে একের পর এক লোকাল ট্রেন। সকাল ৯টা নাগাদ সিগন্যাল মেরামতির কাজ আংশিক ঠিক হলেও, ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। সপ্তাহের প্রথম কাজের দিনে এমন বিপত্তি হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।
দিন কয়েক আগেই কালবৈশাখীর জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। কোথাও লাইনের ওপর গাছ ভেঙে পড়ে, কোথাও ওভারহেড তার ছিঁড়ে পড়ে, ফলে ট্রেন পরিষেবা ব্যাঘাত ঘটে। এদিন ফের ট্রেন চলাচল বিঘ্নিত হল। অন্যদিকে, দীর্ঘদিন ধরেই একাধিক লাইনে কাজ চলার জন্য ট্রেন বন্ধ থাকছে। সবমিলিয়ে শিয়ালদা মেইন লাইনে ভোগান্তি চলছেই।
আরও পড়ুন-ভোররাতে ঢুকলো পুরী-হাওড়া বন্দে ভারত, আজকের জন্য পরিষেবা বাতিল