AC Local Train: এসি লোকালের উদ্বোধনে বিক্ষোভ তৃণমূলের, 'দম থাকলে SIR আটকে দেখাক', হুঁশিয়ারি সুকান্তর

শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালের যাত্রা শুরুর দিনই উত্তেজনা। সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় তৃণমূল কর্মীরা। দুই দলের কর্মীদের মধ্যে বচসা-হাতাহাতি বেধে যায়। উত্তপ্ত হয়ে ওঠে দমদম স্টেশন চত্বর।

Advertisement
এসি লোকালের উদ্বোধনে বিক্ষোভ তৃণমূলের, 'দম থাকলে SIR আটকে দেখাক', হুঁশিয়ারি সুকান্তর এসি লোকালের উদ্বোধনে সুকান্তকে ঘিরে বিক্ষোভ
হাইলাইটস
  • এসি লোকালের উদ্বোধন ঘিরে উত্তেজনা
  • তৃণমূলের বিক্ষোভ সুকান্ত মজুমদারকে ঘিরে
  • দুই পক্ষের বচসা-হাতাহাতিতে তপ্ত দমদম স্টেশনে

শুরু হল শিয়ালদা-রানাঘাট এসি লোকালের যাত্রা। রবিবার এই লোকাল ট্রেনের উদ্বোধনে উপস্থিত ছিলেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে তৃণমূল। ফলে রাতারাতি উত্তপ্ত হয়ে ওঠে এসি লোকালের উদ্বোধন অনুষ্ঠান। 

জানা গিয়েছে, এদিন শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশে রওনা হয় প্রথম এসি লোকাল। সেই ট্রেনে সওয়ারও হন সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকাররা। সুকান্ত নেমে যান দমদম স্টেশনে। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্টেশন চত্বরে জমায়েত করা INTTUC কর্মীরা। 

মূলত, SIR-এর বিরোধিতা এবং বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদেই এদিন দমদম স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সুকান্ত মজুমদারকে ঘিরে স্লোগানিং শুরু হলে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা-হাতাহাতি বেধে যায়। ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দমদম স্টেশনে। সম্মুখ সমরে থাকা দুই দলের কর্মীদের মধ্যে স্লোগান যুদ্ধ চলতে থাকে। একে অন্যকে চোর বলে সম্বোধন করতে শোনা যায় অনেককে। রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন চত্বর। পরিস্থিতি সামাল দেয় RPF-এর টিম। 

এই নিয়ে ক্ষোভ উগরে দেন BJP-র সাংসদ। সুকান্ত মজুমদার বলেন, 'মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। হাত ধরে টানাটানি করা হচ্ছে। সরকারি অনুষ্ঠানে গুণ্ডামি করা হচ্ছে। SIR-এর ভয়ে এরা থরহরিকম্প হয়ে আছে। দম থাকলে আটকে দেখান।' তিনি আরও বলেন, 'তৃণমূল কংগ্রেসের দালালরা সব শ্রমিক সেজে এখানে বিক্ষোভ দেখাতে এসেছিল। শ্লীলতাহানি করা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ চেয়ে পাঠিয়েছি। সরাসরি রেল মন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করব।'
 

 

POST A COMMENT
Advertisement