AC Local Train: আজ উদ্বোধন এসি লোকালের, ওঠার আগে জেনে নিন সময়সূচি, ভাড়া ও স্টপেজ

অপেক্ষার অবসান, সোমবার অর্থাৎ ১১ অগাস্ট থেকে শিয়ালদা-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে। তার আগে আজ এই এসি লোকালের উদ্বোধন। । এটি পূর্ব রেলওয়ের প্রথম এসি লোকাল। যা নিয়ে যাত্রীদের উৎসাহ এখন তুঙ্গে। এদিন সকাল ১১টা নাগাদ শিয়ালদা স্টেশনে এসি লোকাল ট্রেনের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর।

Advertisement
আজ উদ্বোধন এসি লোকালের, ওঠার আগে জেনে নিন সময়সূচি, ভাড়া ও স্টপেজসোম থেকেই চড়তে পারবেন বাংলার প্রথম এসি লোকালে

অপেক্ষার অবসান, সোমবার অর্থাৎ ১১ অগাস্ট থেকে শিয়ালদা-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে। তার আগে আজ এই এসি লোকালের উদ্বোধন। । এটি পূর্ব রেলওয়ের প্রথম এসি লোকাল। যা নিয়ে যাত্রীদের উৎসাহ এখন তুঙ্গে। এদিন সকাল ১১টা নাগাদ শিয়ালদা স্টেশনে এসি লোকাল ট্রেনের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর।

রেল  জানিয়েছে, শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে। মূলত, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়েই চালানো হবে লোকাল দু’টি। সকালের এসি লোকালটি ৮টা ২৯ মিনিট নাগাদ রানাঘাট থেকে ছাড়বে। শিয়ালদা পৌঁছোবে সকাল ১০টা ১০ মিনিটে। আর সন্ধ্যার লোকালটি ছাড়বে শিয়ালদা থেকে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়বে। রানাঘাট পৌঁছোবে রাত ৮টা ৩২ মিনিটে। কোথায় কোথায় দাঁড়াবে, সেই তালিকাও দেওয়া হয়েছে।  ট্রেনটি দাঁড়াবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদায়।

ট্রেনের বিশেষত্ব
ট্রেনটি ১২ কোচের। ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে ১১২৬টি। স্টেইনলেস স্টিল দিয়ে রেকগুলি বানানো হয়েছে। লাগেজ রাখার ব্যবস্থা করা হয়েছে। মেট্রোর মতো দু'দিকে দরজা খুলবে। যার নিয়ন্ত্রণ থাকবে গার্ড ও চালকের হাতে। তারা দরজা খুলবে ও বন্ধ করবে। যাত্রী সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে। প্রতিটি কোচে থাকছে সিসি ক্যামেরা। থাকছে জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম। প্রতিটি স্টেশনে ঘোষণা করা হবে পরবর্তী স্টেশনের নাম।

এসি লোকালের ভাড়া
শিয়ালদা-দমদম পর্যন্ত ট্রেনের ভাড়া ৩৫ টাকা। ব্যাররাকপুর ৬০ টাকা, নৈহাটি ৯০ এবং রানাঘাট ১২০ টাকা। মাসিক টিকিট শিয়ালদা-দমদম ৬২০ টাকা, ব্যারাকপুর ১২৭৫ টাকা, নৈহাটি ১৮১০ টাকা এবং রানাঘাট ২৪৩০ টাকা। ৷ এই ট্রেনের জন্য মাসিক, সাপ্তাহিক এমন কি, ১৫ দিনের টিকিটের ব্যবস্থাও থাকছে৷ মহিলাদের জন্যও থাকছে আলাদা দুটি কামরা৷ ইতিমধ্যে আরও একটি এসি লোকালের কোচ এসে গিয়েছে বাংলায়। তবে সেটি কোন রুটে চলবে তা ঘোষণা করা হয়নি। এদিকে যাত্রীদের দাবি অনুযায়ী, রানাঘাট-শিয়ালদা রুটে আগামী দিনেট্রেন সংখ্যা বাড়ানো হতে পারে বলে খবর।

Advertisement

POST A COMMENT
Advertisement