শিয়ালদা-সহ পশ্চিমবঙ্গের ২৮টি রেলস্টেশনের ভোল পাল্টে যাচ্ছে। ইতিমধ্যেই ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। যাত্রীদের স্বাচ্ছন্দের দিকটি মাথায় রেখে এই প্রকল্প। যা ধাপে ধাপে বিভিন্ন রেলস্টেশনে বাস্তবায়িত করা হবে। এইসব স্টেশনের পরিকাঠামোগত উন্নতিতে জোর দেওয়া হবে। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে পিপিপি মডেলে সব মিলিয়ে মোট ৪০০টি রেলস্টেশনকে ঢেলে সাজানোর প্রস্তাব গৃহীত হয়েছে।
যা জানা যাচ্ছে, এর জন্য বরাদ্দ করা হয়েছে এক লক্ষ কোটি টাকা। আর বিশেষভাবে উল্লেখ্য, এই তালিকায় রয়েছে বাংলার ৯৫টি রেল স্টেশনের নাম-ও। এই স্টেশনগুলিতে নির্মাণ করা হবে রুফ প্লাজা। সেখানে ফুড কোর্ট, শপিং মল এবং বাচ্চাদের খেলার জায়গা থাকবে বলে জানা যাচ্ছে। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক বাংলার কোন কোন স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে ঢেলে সাজানো হবে।
যে স্টেশনগুলির ভোল পাল্টাচ্ছে-
আসানসোল
আসানসোল জং, পাণ্ডবেশ্বর
অন্ডাল জং., সিমুলতলা, কুমারডুবি
হাওড়া
বর্ধমান, রামপুরহাট জং
কাটোয়া, আজিমগঞ্জ, শেওড়াফুলী
অম্বিকা কালনা, তারকেশ্বর,
নবদ্বীপ ধাম, বোলপুর
শান্তিনিকেতন
মালদা
মালদা টাউন, নিউ ফারাক্কা,
জামালপুর, সাহেবগঞ্জ,
সুলতানগঞ্জ, কাহালগাঁও,
পিরপিন্তি
শিয়ালদহ
বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর
শহর জং, বেথুয়াদহরি, শিয়ালদহ,
ব্যারাকপুর, চাঁদপাড়া,
শান্তিপুর
মোট খরচ হবে প্রায় ১১৮৭ কোটি টাকা। যার মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ আসানসোল স্টেশনের জন্য, ৪৩১ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪.২ কোটি টাকা বরাদ্দ বর্ধমান স্টেশনের জন্য, মালদা শহরের জন্য ৪৩ কোটি টাকা। রামপুরহাট জংশনের জন্য ৩৮.৬ কোটি, কাটোয়া জংশনের জন্য ৩৩.৬ কোটি টাকা।
আসানসোল স্টেশনকে বিমানবন্দরের ধাঁচে তৈরি করা হবে। ৩৩ হাজার বর্গফুটের স্টেশনে থাকবে ২০টি নতুন লিফট, ১৮টি এস্কেলেটর, পার্কিং সুবিধা, ল্যান্ডস্কেপিং সহ উল্লেখযোগ্যভাবে ডিজাইন করা একাধিক সুবিধা।