CU Students Attacked: CU-র ৪ ছাত্র 'বাংলাদেশি'? শিয়ালদায় হিন্দিভাষীদের হাতে মারধরের অভিযোগ

এই ঘটনায় চার ছাত্র গুরুতর জখম হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। রাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আক্রান্ত ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তদের কাছে ধারাল অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ পড়ুয়াদের।

Advertisement
CU-র ৪ ছাত্র 'বাংলাদেশি'? শিয়ালদায় হিন্দিভাষীদের হাতে মারধরের অভিযোগকলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ‘বাংলাদেশি’ তকমা

বাংলাদেশি তকমা দিয়ে শিয়ালদায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল। শিয়ালদহের রেল ব্রিজের নীচে থাকা হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ জানা যাচ্ছে, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের একজন ছাত্র শিয়ালদা ব্রিজের নীচের একটি মোবাইল সরঞ্জামের দোকান থেকে মোবাইল সরঞ্জাম কিনতে গিয়েছিল। সেই সময় সেখানে জিনিসটি কেনার সময় দর কষাকষি করতে করতে দোকানিদের সঙ্গে বচসা হয় ওই ছাত্রের। অভিযোগ, বিক্রেতা ছিলেন হিন্দিভাষী এবং ওই পড়ুয়াকে গালিগালাজ করে ‘বাংলাদেশি’ বলে চড়াও হন। এরপর ওই পড়ুয়া হোস্টেলে এসে নিজের সহপাঠীদের নিয়ে আবারও ওই দোকানে গেলে আশেপাশের ব্যবসায়ীরাও ওই যুবকদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

এই ঘটনায় চার ছাত্র গুরুতর জখম হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। রাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আক্রান্ত ছাত্ররা  মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।  অভিযুক্তদের কাছে ধারাল অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ পড়ুয়াদের। 

প্রসঙ্গত, গত কিছুদিন ধরে ভিনরাজ্যে বাংলা বলায় শ্রমিকদের বাংলাদেশি তোপ দেগে অত্যাচারের অভিযোগ উঠছে। বিগত কয়েক মাস ধরেই ভিনরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝে খাস কলকাতায় এহেন ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। 


 

POST A COMMENT
Advertisement