scorecardresearch
 

Drug Seize: নিউটাউনে ৩৫ লক্ষ টাকার কোকেন-সহ গ্রেফতার সাত যুবক

দিন কয়েক আগেই এসটিএফ একটি অভিযান চালিয়েছিল। সেই সময়েই কিছু সূত্র মিলেছিল। তার ভিত্তিতেই তদন্ত চলছিল। সেখান থেকেই খবর মেলে। সেই মতোই শনিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। 

Advertisement
ধৃতদের কাছ থেকে মোট ১৬৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। প্রতীকী ছবি ধৃতদের কাছ থেকে মোট ১৬৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিপুল পরিমাণে কোকেন-সহ হাতেনাতে ধরা পড়ল ৭ যুবক। শনিবার নিউটাউনে আলিয়া ইউনিভার্সিটি বাসস্ট্যান্ড এলাকায় বেঙ্গল এসটিএফ ঝটিতি অভিযান চালায়।
  • ধৃতদের কাছ থেকে মোট ১৬৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। মাদকের বাজারে এর মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।  
  • দিন কয়েক আগেই এসটিএফ একটি অভিযান চালিয়েছিল। সেই সময়েই কিছু সূত্র মিলেছিল। তার ভিত্তিতেই তদন্ত চলছিল।

বিপুল পরিমাণে কোকেন-সহ হাতেনাতে ধরা পড়ল ৭ যুবক। শনিবার নিউটাউনে আলিয়া ইউনিভার্সিটি বাসস্ট্যান্ড এলাকায় বেঙ্গল এসটিএফ ঝটিতি অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে মোট ১৬৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। মাদকের বাজারে এর মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।  

কীভাবে ধরা হল?
দিন কয়েক আগেই এসটিএফ একটি অভিযান চালিয়েছিল। সেই সময়েই কিছু সূত্র মিলেছিল। তার ভিত্তিতেই তদন্ত চলছিল। সেখান থেকেই খবর মেলে। সেই মতোই শনিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। 

গোপন তথ্যের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্সের একটি টিম আলিয়া ইউনিভার্সিটি বাস-স্ট্যান্ডের কাছে আসে। সার্ভিস রোডের কাছে অপেক্ষা করছিলেন। একেবারে গোপনে লক্ষ্য রাখছিলেন তাঁরা।

আরও পড়ুন

কিছুক্ষণ পরে ছয় যুবক সেখানে আসে। তাদের মধ্যে চার জন ঝাঁ চকচকে টাটা হ্যাচব্যাক গাড়িতে। অন্যদিকে পালসার মোটরবাইকে চড়ে দু'জন আসে। আর সেই 'ডেলিভারি' নিতে একজন এসেছিল। 

সবাই জড়ো হতেই বেরিয়ে আসে পুলিশ। একেবারে হাতেনাতে ৭ জনকেই পাকড়াও করেন তাঁরা। তল্লাশির পর মোট ১৬৫ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ আধিকারিকদের ধারণা, মুম্বই থেকে হাত ঘুরে কলকাতায় এই মাদক প্রবেশ করছিল। সেই সময়েই তাদের হাতেনাতে ধরা গিয়েছে।

ধৃতদের রবিবার হাওড়া আদালতে তোলা হবে। 

Advertisement