Shantanu Sen: 'যুদ্ধবিমানটি ভেঙে পড়তে পারে,' মন্তব্য শান্তনুর, সতর্ক করল TMC

রবিবার দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান 'তেজস'-এ সওয়ার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গেই শান্তনু বলেন, 'আমি ভয়ে আছি, ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়তে পারে।'

Advertisement
'যুদ্ধবিমানটি ভেঙে পড়তে পারে,' মন্তব্য শান্তনুর, সতর্ক করল TMCমোদীকে কটাক্ষ শান্তনু সেনের।

'ভারতীয় দল হেসেখেলে বিশ্বকাপ জিতে যেত, কিন্তু এক অপয়া হারিয়ে দিল।' ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ভরাডুবির পর কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। পাপিষ্ঠরা থাকায় ভরাডুবি হয়েছে বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দলেরই রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বললেন,'প্রধানমন্ত্রী ওই স্টেডিয়ামে যাওয়ায় হেরেছে ভারতীয় দল। ভয়ে আছি, যুদ্ধবিমানটি ভেঙে পড়তে পারে।' যদিও শান্তনুর বক্তব্যের পাশে দাঁড়ায়নি তাঁর দল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদকে সতর্কও করা হয়েছে, খবর সূত্রের।   

সোমবার সংবাদ সংস্থা এএনআই-কে শান্তনু সেন বলেন, চন্দ্রাভিযানের সময় যখন নরেন্দ্র মোদী দেশে ছিলেন তখন ইসরো ব্যর্থ হয়েছিল। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর থেকে সুপারফ্লপ সিনেমা হয়েছে কঙ্গনা রানাওয়াতের। বিরাট কোহলি নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলানোর পর তিনি টানা তিনবছর সেঞ্চুরি পাননি। বিশ্বকাপে আমরা টানা ১০টি ম্যাচে জেতার পর প্রধানমন্ত্রী ওই স্টেডিয়ামে যাওয়ার পর হারে টিম ইন্ডিয়া।'

রবিবার দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান 'তেজস'-এ সওয়ার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গেই শান্তনু বলেন, 'আমি ভয়ে আছি, ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়তে পারে।'

শান্তনুর এই মন্তব্যকে সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূল নেতৃত্ব মনে করছে, এই ধরনের মন্তব্য অসংবেদনশীল। যা দল সমর্থন করে না। তাঁকে সাংবাদ মাধ্যমে বেঁফাস মন্তব্য করা থেকে বিরত করা হয়েছে। 

POST A COMMENT
Advertisement