scorecardresearch
 

রাত পোহালেই বিয়ের পিঁড়িতে সিপিআইএমের যুবনেতা শতরূপ, পাত্রী কে? 

রাজনীতির জগতের বাইরে এবার নতুন জীবন শুরু করতে চলেছেন সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। আগামীকাল, রবিবারই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

শতরূপ পহেলী শতরূপ পহেলী
হাইলাইটস
  • এবার নতুন জীবন শুরু করতে চলেছেন সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)।
  • আগামীকাল, রবিবারই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

এবার নতুন জীবন শুরু করতে চলেছেন সিপিআইএমের যুবনেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। আগামীকাল, রবিবারই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। 

করিমপুরে বিয়ের আয়োজন হচ্ছে তাঁর। পাত্রী তাঁর দীর্ঘদিনের পরিচিত পহেলী সাহা। বহু মিছিলে একসঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে তাঁদের। জানা গেছে, পহেলী আশুতোষ কলেজের পড়ুয়া থাকাকালীনই শতরূপের সঙ্গে আলাপ তাঁর। তারপরই ঘনিষ্ঠতা। যা এই হালকা শীতের মরসুমে বিয়েতে গড়িয়ে যাচ্ছে।

CPIM এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ (Shatarup Ghosh) প্রায়শই থাকেন শিরোনামে। তিনি সুবক্তা, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়।  জানা গেছে, পহেলীও (Paheli Saha) বাম মতাদর্শে বিশ্বাস করেন। দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর লেখাপড়া আশুতোষ কলেজে। বহু মিছিলে একসঙ্গে হাঁটার পর এবার শতরূপের হাত ধরে নতুন জীবনে পদার্পণ করতে চলেছেন তিনি।

পহেলী কলকাতার একটি জনপ্রিয় প্রোযোজনা সংস্থায় জনসংযোগের কাজ করেন বলে জানা গেছে।
বিয়ের আসর বসবে রুবির কাছে বিষ্ণু বিজলী গার্ডেনে। ইতিমধ্যেই শতরূপের বাড়িতে শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। তাঁদের বিয়ের কার্ডও বেশ চমকপ্রদ। প্রজাপতি ব্রহ্মা নয় তাদের বিয়ের কার্ডে ক্যারিক্যাচারে ফুটে উঠেছে তাদের নিখাদ প্রেম। দেওয়ালে কাস্তে হাতুড়ি, কলকাতা, ট্রাম আর যুগলের টুকরো টুকরো ছবিতে সাজানো হয়েছে বিয়ের কার্ড।

এদিনও শতরূপ ঘোষের বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল। গানের অনুষ্ঠান করেন ক্যাকটাসের সিধু। ছিলেন বিমান বসু। আজ একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠানও হয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বর হুঁশিয়ারি অভিষেকেরও, বললেন, 'দরজা খুললে BJP দলটা উঠে যাবে'