ভোটার তালিকায় নাম নেই তৃণমূল নেতার২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেটাই মাপকাঠি ২০২৫-এর SIR-এর ক্ষেত্রে। অনেক ভোটারই অভিযোগ করেছেন তাঁদের বা পরিবারের কোনও সদস্যের নামই নাকি নেই ২০০২ সালের ভোটার তালিকায়। অর্থাৎ নাম বাদ পড়েছে। আর এই নিয়েই রাজ্যের একাধিক জায়গা থেকে অভিযোগও আসছে। এবার একই অভিযোগ করলেন রাজ্যের শাসকদলের এক নেতা।
উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেস নেতা বিমল সাহার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। তাঁর অভিযোগ, ২০০২ সালের ভোটার লিস্টে তিনি ও তাঁর স্ত্রী, মা-বাবা দাদা পুরো পরিবারের নাম তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে। তাঁর প্রশ্ন একজন প্রতিনিধির সঙ্গে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অন্য সাধারণ ভোটারদের কী হবে? তৃণমূল কাউন্সিলরের প্রশ্ন, তাঁর বাবা ছিলেন পুলিশের কর্মচারী।
একজন সরকারি কর্মচারী হয়ে তাঁর নাম ভোটার লিস্ট থেকে কী করে বাদ চলে যায়? বিমল সাহা ২০০০ সালে থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। তাহলে প্রশ্ন উঠছে জনপ্রতিনিধি হলেন কী করে? এখন আতঙ্কের মধ্যে কাটাতে হচ্ছে গোটা পরিবারকে। বিমল সাহা জানান তাঁর দলের উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন। প্রয়োজন হলে আইনের ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ের শেষ দেখে ছাড়বেন বলে জানান তিনি ।
রিপোর্টারঃ দীপক দেবনাথ