Kolkata weather update: ফের বৃষ্টি দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হবে। তবে শুরুতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকলেও সপ্তাহের শেষে তা কমবে।
প্রথম চার দিন অর্থাৎ ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় একাধিক জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।
১২ অক্টোবরের পর থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই চার দিনে দু’-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ সপ্তাহের শেষের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে ভাল হতে পারে।
শুধু কলকাতা বা হাওড়া নয়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আবহাওয়া পরিস্থিতি একই ধরণের থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এই জেলাগুলিতেও আপাতত চার দিন মাঝারি বৃষ্টি হতে। পরে বৃষ্টির পরিমাণ কমবে।
বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও একই পূর্বাভাস। এই তিন জেলাতেই ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
অর্থাৎ, আপাতত গোটা দক্ষিণবঙ্গেই মাঝারি মাত্রার বৃষ্টির দাপট থাকবে। তবে, বড় ধরনের নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই নেই।
আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের উপর সামান্য নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। সেই কারণেই বৃষ্টি হচ্ছে। তবে ধীরে ধীরে সেটি দুর্বল হয়ে পড়বে। তাই অক্টোবরের মাঝামাঝি নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে হালকা শীত-শীত ভাবও আসতে শুরু করবে।