অভিষেকের অফিসে সবান্ধবী শোভন, তৃণমূলে ফিরছেন কবে?

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বৈঠক করলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন 'বান্ধবী' বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Advertisement
অভিষেকের অফিসে সবান্ধবী শোভন, তৃণমূলে ফিরছেন কবে?অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়

পুজোর ঠিক রাজ্য রাজনীতিতে নয়া মোড়! ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বৈঠক করলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন 'বান্ধবী' বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাহলে কি তৃণমূলে ফিরতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র? সাংবাদ মাধ্যমে শোভন বলেন,'দল যে কাজে লাগাবে, আমি আগ্রহী'।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন শোভন। বলেন,'দেখা করলাম। শারদোৎসবের প্রাক্কালে দীর্ঘক্ষণের সাক্ষাৎ হল। মতের আদানপ্রদান হল। আমি খুব মুগ্ধ। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ছিলেন'।

গত বিধানসভা ভোটের ঠিক মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। কয়েক মাসেই মোহভঙ্গ। তৃণমূলে ফিরতে চেয়েছিলেন। ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আবারও দলের হয়ে কাজ করতে রাজি বলেও জানিয়েছিলেন শোভন। তবে তৃণমূলে আর ফেরা হয়নি। বরফ কি গলল এতদিনে? অভিষেকের তরফে ইতিবাচক সংকেত পেয়েছেন বলে দাবি করলেন শোভন। তাঁর কথায়,'এটা মমতাদি আর অভিষেক সিদ্ধান্ত নেবে। অভিষেকের সঙ্গে দেখা করে বলেছি, যখন যেভাবে কাজে লাগাবে আমি আগ্রহী। আমি বলছি বয়স কোনও সমস্যার কারণ হবে না'।

এ দিন অভিষেকের সঙ্গে ঘণ্টা তিনেক ধরে বৈঠক হয়েছে শোভনের। তাঁর সঙ্গে ছিলেন 'বান্ধবী' বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বৈশাখীর কথায়,'এটা আমার কাছে শারদোৎসবের সেরা উপহার। কেটে গিয়েছে ভুল ধারণা, রটনা। শোভনের সক্রিয়তা এখন সময়ের অপেক্ষা'।

POST A COMMENT
Advertisement