Sovan Baisakhi TMC Joining: শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? আজ TMC-যোগের কিছু মুহূর্ত বেশ ইঙ্গিতপূর্ণ

রাজনৈতিক মহলের একাংশের মত, শোভনের জন্যই দলে নিতে হল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। সোমবারের সাংবাদিক বৈঠকের কিছু মুহূর্ত নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। কী কী ঘটল তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে?

Advertisement
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? আজ TMC-যোগের কিছু মুহূর্ত বেশ ইঙ্গিতপূর্ণযোগদানের কয়েকটি মুহূর্ত
হাইলাইটস
  • শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল?
  • TMC-যোগের কিছু মুহূর্ত বেশ ইঙ্গিতপূর্ণ
  • ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে

কাননের কামব্যাক। তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে ‘সেকেন্ড ইনিংস’ শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ঘরওয়াপসি হল বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মত, শোভনের জন্যই দলে ফেরানো হল তাঁকে। সোমবারের সাংবাদিক বৈঠকের কিছু মুহূর্ত নিয়ে ইতিমধ্যেই ওয়াকিবহাল মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে। কী কী ঘটল তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে?  

বরাবরের মতো এদিনও রংমিলন্তি পোশাকে দেখা গিয়েছে শোভন এবং বৈশাখীকে। তৃণমূল ভবনে প্রবেশও করলেন একসঙ্গেই। লিফটে উঠে দু'জনে গেলে ভবনের উপরিতলার ঘরে। সাংবাদিকদের ভিড় ঠেলে এগিয়ে গেলেন পোডিয়ামের দিকে। মঞ্চে তখন অপেক্ষারত সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস। তবে পাশাপাশি নয়, শোভন এবং বৈশাখী বসলের ডায়াসের দু'টি প্রান্তে। 

এরপর ৭ বছর পর দলে ফের শোভন চট্টোপাধ্যায়কে ফেরানোর কথা ঘোষণা করেন সুব্রত বক্সী ও অরূপ রায়। সুব্রত বক্সী বলেন, 'ঘরের ছেলে ঘরে ফিরল।' অরূপ বিশ্বাসও একই কথা বলছেন। তিনি বলেন, 'একটা না একটা সময়ে সকলকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হয়।'

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও দলে স্বাগত জানান অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সী। উত্তরীয়ও পরিয়ে দেওয়া হয় তাঁকে। যদিও গোটা সাংবাদিক সম্মেলনে তাঁর মুখে কোনও কথা শোনা গেল না। বৈঠকে প্রথম থেকেই যেন ফোকাসে ছিলেন একমাত্র শোভন। এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। তাঁকে বলতে শোনা গেল, 'আমার শিরা, ধমনী সবেতেই তৃণমূল। আমার উপরে যে দায়িত্বই দেওয়া হবে, আমি তা পালন করব। কয়েক দিন আগেই NKDA-এর দায়িত্ব দেওয়া হয়েছে। এই সুন্দর ঘরকে আগামিদিনে আমার সমগ্র শক্তি দিয়ে শক্তিশালী করে তুলব।'

তৃণমূল ভবন থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে সাক্ষাৎ করতে বেরিয়ে যান শোভন-বৈশাখী। সেখানে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, 'শোভনকে আবার দলে নিয়ে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এটাই বড় পাওনা। আমরা আগামী দিনে কীভাবে দলের কাজে আসব, মানুষের জন্য কাজ করব তার জন্য দলের রূপরেখা জানার চেষ্টা করব।' মঙ্গলবার SIR-এর বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন এবং বৈশাখী হাঁটবেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যেখানে হাঁটা প্রয়োজন, থাকা প্রয়োজন, নিশ্চয়ই থাকব।'

Advertisement

উল্লেখ্য, ৭ বছর আগে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। সে সময়েও তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে মোহভঙ্গ হয় দ্রুতই। সে সময়েও গুঞ্জন রটেছিল, BJP-তে বৈশাখী প্রাপ্য গুরুত্ব পাননি বলেই দলত্যাগ করেছিলেন দু'জন। আবার ৭ বছর পর পুরনো দলে ফিরলেন দু'জন। সূত্রের খবর, গত ২৫ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। এরপর ১৫ অক্টোবর দার্জিলিঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে কেবলমাত্র শোভনই ছিলেন, বৈশাখী ছিলেন না। আবার NKDA-র দায়িত্ব পেয়েছেন শোভন, বৈশাখীকে এখনও পর্যন্ত এমন কোনও অফিসিয়াল দায়িত্ব দেয়নি তৃণমূল বা রাজ্য সরকার। সেক্ষেত্রে ঘরওয়াপসি হওয়ার পর বান্ধবী বৈশাখীকে পুরনো দল কতটা গুরুত্ব দেয় সেটাই এখন দেখার। 

 

POST A COMMENT
Advertisement