বরাবরই তিনি 'দিদির আদরের কানন'। আর তাই ভাইফোঁটার দিনে সেই দিদির কাছেই উপস্থিত স্নেহের ভাই। মমতা বন্দ্যোপাধ্যায়র কাছে ফোঁটা নিতে গেলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) এই আগমনকে যথেষ্টই গুরুত্বের সঙ্গে দেখছে ওযাকিবহালমহল।
প্রসঙ্গত, বরাবরই ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ফোঁটা নিতে যান শোভন চট্টোপাধ্যায়। তবে বিগত কয়েক বছরে সেই পরম্পরায় কিছুটা ছেদ পরে। যদিও তারমাঝেও ২০১৯ সালে ভাইফোঁটার দিন ফোঁটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শোভন। তখনও রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে।
তারপর এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন তাঁর একদা ছায়াসঙ্গী শোভন চট্টোপাধ্যায়। কিন্তু এতদিন পর কী কথা হয় উভয়ের মধ্যে? এই প্রসঙ্গে শোভন সাফ জানান, 'দিদির সঙ্গে কথা একান্তই দিদির আর আমার মধ্যে।' পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, 'দিদির আর্শীবাদ বড় প্রাপ্তি। দিদি ও শোভনের টান অটুট।'
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভনের। তারপর ২০১৯ সালে বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। যদিও বিজেপিতে খুব একটা সক্রিয় কোনওদিনই সেখানে দেখা যায়নি শোভনকে। সম্প্রতি নন্দীগ্রাম আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করা শুভেন্দু অধিকারীর মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। যার জেরে তখন থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়, তবে কি 'ঘর ওয়াপসি' হয়ে চলেছে শোভনের? আর তারপরে শোভনের এদিনের (Bhai Phota 2022) পদক্ষেপ সেই জল্পনাকেই আরও উস্কে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন - জোর করে ভোরে ঘুম থেকে উঠছেন? শরীরের হতে পারে মারত্মক ক্ষতি