Sovandeb Chatterjee: যখন কেউ বলে চোর চোর তখন মনে হয় ঘুষি মেরে মুখ ভেঙে দিই: শোভনদেব

শিক্ষক নিয়োগ 'দুর্নীতি' মামলায় এখন ইডির হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গরু পাচার মামলায় অনুব্রতকে হেফাজতে নিয়ে জেরা করছে সিবিআই। তৃণমূলের দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে প্রতিদিনই নানা তথ্য উদঘাটন হচ্ছে। গোটা ঘটনায় তৃণমূলকে 'চোর' বলে নিশানা করছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন বলেও তাঁদের দাবি।

Advertisement
যখন কেউ বলে চোর চোর তখন মনে হয় ঘুষি মেরে মুখ ভেঙে দিই: শোভনদেবশোভনদেব চট্টোপাধ্যায় - ফাইল ছবি।
হাইলাইটস
  • বিতর্কিত মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের।
  • নেত্রীর নজর কাড়তে শোভনদেব এহেন মন্তব্য করেছেন বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
  • শোভনদেবকে চ্যালেঞ্জ ছুড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সৌগত রায়ের পর এবার বিতর্কিত মন্তব্য খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। রবিবার সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খড়দহ বিধানসভার বিলকান্দায় প্রস্তুতি বৈঠকে তিনি বলেন,'যখন কেউ চোর চোর বলে মনে হয় মুখটা ভেঙে দিই একটা ঘুষি মেরে।'

শিক্ষক নিয়োগ 'দুর্নীতি' মামলায় এখন ইডির হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গরু পাচার মামলায় অনুব্রতকে হেফাজতে নিয়ে জেরা করছে সিবিআই। তৃণমূলের দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে প্রতিদিনই নানা তথ্য উদঘাটন হচ্ছে। গোটা ঘটনায় তৃণমূলকে 'চোর' বলে নিশানা করছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন বলেও তাঁদের দাবি। নেত্রীর পাশে দাঁড়িয়ে শোভনদেব বলেন "মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছেটানোর ক্ষমতা কারও নেই। যখন কেউ বলে চোর চোর তখন আমার গায়ে লাগে। মনে হয় মুখটা ভেঙে দিই একটা ঘুষি মেরে।'

নেত্রীর নজর কাড়তে শোভনদেব এহেন মন্তব্য করেছেন বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়,'উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছেন। পুরভোটে ছেলের জন্য টিকিট চেয়েও পাননি, সেজন্য এসব বলছেন। পার্থ চট্টোপাধ্যায়, কেষ্ট এত কিছু করেছেন আর সেটা মুখ্যমন্ত্রী জানতেন না এটা কেউ বিশ্বাস করে না।' 

শোভনদেবকে চ্যালেঞ্জ ছুড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন,'শোভনদা এই ডাকে, এই তাড়ায়। আপনার কোনও মানইজ্জত নেই। আপনার দিদিকে আমি বলছি, চোরেদের সর্দারনি। আসুন আমাকে ঘুষি মারুন।'  

আরও পড়ুন- সোমে বৈঠকে মমতা, দুর্গাপুজোয় এবারও কি ৫০ হাজার অনুদান?

POST A COMMENT
Advertisement