প্রতি বছরেই অভিনব থিম দেখা যায় শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয়। সাধারণত রথযাত্রার দিনই খুঁটিপুজোর হয়। আর সেই রথের দিনই এবারের পুজোর থিম ঘোষণা করে দিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। গতবছর ভ্যাটিকান সিটিকে থিম করে তাক লাগিয়ে দিয়েছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব।
আর এবারে তাদের থিম ডিজনিল্যান্ড। বিশ্বে যে কয়টি থিম পার্ক রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ডিজনিল্যান্ড। এবার সেই ডিজনিল্যান্ডের মজা পাওয়া যাবে কলকাতাতেই। যদিও পুজোর ক’টা দিন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই ডিজনিল্যান্ড বেশ চর্চিত বিষয়। ক্যালিফোর্নিয়ার আনাহেইম শহরের স্যান্টা এনা ফ্রিওয়ের কাছে ১৬০ একরের জমিতে ডিজনিল্যান্ড করা হয়েছে। ১৯৫৪ সাল থেকে এর নির্মাণকাজ শুরু হয়। আমরা যে বিশ্বখ্যাত ডিজনিল্যান্ডের সঙ্গে পরিচিত তা ওয়াল্ট ডিজনির পরিকল্পনা। বারেবারেই থিমের দিক থেকে কলকাতার যে কোনও বড় ক্লাবকে টেক্কা দিয়ে থাকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব। আর এবারও তার ব্যাতিক্রম হবে না বলেই আশাবাদী সুজিত।
প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো ঘিরে দর্শনার্থীদের আলাদা আকর্ষণ লক্ষ্য করা যায়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিসকে। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে। কারণ এবছর তাদের থিম ডিজনিল্যান্ড। তা দেখতে সেখানে স্বাভাবিক ভাবেই উপচে পড়বে ভিড়। আর কয়েকমাসের অপেক্ষা।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতিবছরই দুর্গাপুজোয় চমক দেয়। কখনও বাহুবলী, কখনও বুর্জ খালিফা, তো কখনও ভ্যাটিকান সিটি। আর এবার ডিজনিল্যান্ড। মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনেতা অঙ্কুশ, অভিনেত্রী ঐন্দ্রিলা বিধাননগর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী সহ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সদস্যরা। সেই অনুষ্ঠানে খুঁটি পুজোর পর এই থিমের কথা ঘোষণা করেন সুজিত বসু। এই ঘোষণার পরেই ফের আলোচনায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছরেই এই ক্লাবের পরের বছরের থিম নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সকলেই জানতে চান এবার কী চমক আসতে চলেছে? রথযাত্রার দিনই সেই ব্যাপারে উত্তর পাওয়া গেল।