SSC : 'ব়্যাঙ্ক জাম্প' করে চাকরি পাওয়ারা আর পরীক্ষায় বসতে পারবেন না, ফের জানাল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। চাকরি যায় প্রায় ২৬ হাজার জনের। এদের মধ্যে অনেকের 'ব়্যাঙ্ক জাম্প' করে চাকরি পেয়েছিলেন। তাঁরা আর পরীক্ষায় বসতে পারবেন না।

Advertisement
'ব়্যাঙ্ক জাম্প' করে চাকরি পাওয়ারা আর পরীক্ষায় বসতে পারবেন না, ফের জানাল সুপ্রিম কোর্ট SSC
হাইলাইটস
  • স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল সুপ্রিম কোর্ট
  • চাকরি যায় প্রায় ২৬ হাজার জনের
  • এদের মধ্যে অনেকের 'ব়্যাঙ্ক জাম্প' করে চাকরি পেয়েছিলেন

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। চাকরি যায় প্রায় ২৬ হাজার জনের। এদের মধ্যে অনেকের 'ব়্যাঙ্ক জাম্প' করে চাকরি পেয়েছিলেন। তাঁরা আর পরীক্ষায় বসতে পারবেন না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফের চাকরির পরীক্ষা দেওয়ার আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই চাকরি প্রার্থীরা। তবে শীর্ষ আদালত জানায়, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খন্না যে রায় দিয়েছিলেন তা সঠিক। সেই কারণে আদালত আর হস্তক্ষেপ করবে না। 

এর আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে যাঁরা  অযোগ্য তাঁদের বেতন ফেরত দিতে হবে। চাকরির পরবর্তী পরীক্ষাও তাঁরা দিতে পারবেন না। সেই অযোগ্যদের তালিকাতে তাঁরা ছিলেন যাঁরা 'ব়্যাঙ্ক জাম্প' করে চাকরি পেয়েছিলেন। তাঁদের তরফে আদালতে আবেদন করা হয়। পরীক্ষায় ফের বসতে দেওয়ার আর্জি করা হয়। তবে আদালত সেই আর্জি গ্রহণ করেনি। 

সেই চাকরিহারারা জানান, তাঁরা সাদা খাতা জমা দেননি। পরীক্ষায় অংশগ্রহণও করেছিলেন। প্য়ানেলে নাম ছিল। সেই কারণে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত। তবে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ আর্জি গ্রহণ করেননি। তাঁরা জানান, এটাও দুর্নীতি। সেই কারণে পরীক্ষায় বসতে দেওয়ার প্রশ্ন ওঠে না। 

এদিকে পরীক্ষায় না বসার দাবিতে এখনও যোগ্য চাকরিহারা শিক্ষকরা বিকাশভবনের সামনে আন্দোলন-অবস্থান চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে এই সমস্যার সমাধান করতে হবে। তাঁরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন। তাহলে কেন পরীক্ষা দেবেন? যদিও সরকারের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

POST A COMMENT
Advertisement