আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের জন্য অনুদান ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গ্রুপ-সি কর্মীদের আপাতত মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ-ডি কর্মীদের আপাতত মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
বুধবার বিকেল ৪ টে নাগাদ নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জানান, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপারমেন্টর অধীনে লাইভলি হুড ও সোশ্যাল সিকিউরিটি স্কিম তৈরি করা হয়েছে। এর অধীনে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের গ্রুপ-সি কর্মীদের আপাতত মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ-ডি কর্মীদের আপাতত মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ১ এপ্রিল ২০২৫ থেকে এই অনুদান পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেবেন। এবার সেই ঘোষণাই নবান্ন থেকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, ২০২৫-এর মে মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন,'চাকরিহারা গ্রুপ সি (C) এবং গ্রুপ ডি (D)-কে ভাতার জন্য আমরা জানিয়েছিলাম। একটা স্কিম তৈরি করেছি। সংসার চালানোর জন্য লেবার দফতরের অধীনে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড এবং সোশ্যাল সিকিউরিটি ১ এপ্রিল থেকে মাসে গ্রুপ সি (Group C) ২৫ হাজার এবং গ্রুপ ডি ( Group D) ২০ হাজার করে বেতন পাবে।'
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, 'আমরা বলেছিলাম, গ্রুপ সি ও গ্রুপ ডি-দের কথা বিশেষ করে। ওরা মাইনে পাচ্ছে না, সংসার চালাতে বেশ অসুবিধা হচ্ছে। আদালতে যেহেতু মামলাটি বিচারাধীন আছে, আমরা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি। মামলা উঠলে আদালত যা নির্দেশ দেবে, তা মেনে চলব। কিন্তু ততদিন এই সমসারগুলি কী করে চলবে? তাই আমরা একটা মিটিংয়ে যেমন জানিয়েছিলাম আমরা। আমরা একটা প্রকল্প তৈরি করেছি।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এখানে তো কথায় কথায় পিল খায় সব! পিল খেয়ে মানুষকে কিল দেয়, বাংলায়। খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। কাজেই গ্রুপ সি ও ডি-দের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে, আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় সংসারগুলি সমস্যায় আছে। তাই আজ রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে, পশ্চিমবঙ্গ শ্রমবিভাগের অধীনে, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিওরিটি নামে একটি প্রকল্প তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, গ্রুপ সি ও ডি কর্মীদের, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে মাসে যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।' যতক্ষণ পর্যন্ত না আদালতে মিটছে বিষয়টি, তত দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, "কেউ কেউ হয়ত বলবেন দরকার নেই। এটা তাঁদের স্বাধীন মতামত। আমাদের তা নিয়ে কিছু বলার নেই। আমরা ভেবে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেই বলেছিলাম। কার্যকর হল আজ থেকে।"