সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল SSC, কারা আছেন তাতে?

শনিবার রাত ৮টা নাগাদ এসএসসি ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় রয়েছে মোট ১ হাজার ৮০৪ জনের নাম।

Advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল SSC, কারা আছেন তাতে?এসএসসি তালিকা
হাইলাইটস
  • অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি।
  • ১৮০৪ জনের নাম ওই তালিকায়।

এসএসসি চাকরি বাতিল মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ৭ দিনের মধ্যে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হল।

শনিবার রাত ৮টা নাগাদ এসএসসি ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় রয়েছে মোট ১ হাজার ৮০৪ জনের নাম। তবে রোল নম্বর থাকলেও দাগিরা কোন স্কুলে চাকরি করতেন, তার উল্লেখ নেই। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির বিভাজনও করা হয়নি তালিকায়। অযোগ্য তালিকা প্রকাশ নিয়েও চলে একপ্রস্ত নাটক। প্রাথমিক ভাবে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকাটি ওয়েবসাইটে আপলোড হয়নি। পরে সেই খসড়া তালিকা প্রত্যাহার করে নেয় কমিশন।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার কথা আগেই জানিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। সেই প্রেক্ষিতেই গত বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, ৭ দিনের মধ্যে দাগি চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। রাজ্যকে কার্যত ভর্ৎসনা করে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ প্রশ্ন তোলে, অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে আদালত হস্তক্ষেপ করেনি। তা সত্ত্বেও কেন তালিকা প্রকাশ করা হল না?

শনিবার দুপুর ৩টে নাগাদ তালিকা প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছিল। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যায় সেই তালিকা ওয়েবসাইট দেয় কমিশন। এর আগে কমিশন সূত্রে জানা গিয়েছিল, ১৮০ জন অযোগ্য নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছেন। সেই প্রার্থীরা কারা, সেটা জানানো হয়নি। 'যোগ্য'রা বলছেন, এই তালিকা প্রকাশ আগেই করা যেতে পারত। এক দশক আগে তাঁরা পরীক্ষা দিয়েছেন। নতুন করে পরীক্ষা দিলে নতুন প্রজন্মের পরীক্ষার্থীদের সঙ্গে এঁটে ওঠা মুশকিল। আলাদা করে পরীক্ষার দাবি জানিয়েছিলেন তাঁরা। যে আর্জি খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement