SSC পরীক্ষার দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। একদিন নবম-দশম এবং অন্য আর একদিন একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর যথাক্রমে নিয়োগের এই পরীক্ষাগুলি হবে। বৃহস্পতিবারই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার নিয়মাবলী
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ এবং ১৪ সেপ্টেম্বর দুপুরে ১২টা থেকে শুরু হবে SSC শিক্ষক নিয়োগের পরীক্ষা। ১ ঘণ্টা ৩০ মিনিট সময়। দৃষ্টিশক্তিহীন প্রার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শপরু হবে কাউন্সেলিং।
উল্লেখ্য, গত ১৮ জুলাই SSC-র তরফে সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়ে জানানো হয় সেপ্টেম্বরের এই দুই রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া যেতে পারে। আবেদন করার সময়সীমা ইতিমধ্যেই গত ২১ জুলাই বিকেল ৫টায় শেষ হয়েছে। জানা গিয়েছে, এই সময়সীমার মধ্যে পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন। যার মধ্যে ১৩ হাজারেরও বেশি 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা আবেদন জানিয়েছেন।
নবম-দশম শ্রেণিতে শিক্ষকতার জন্য আবেদন করেছেন ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করেছেন ২ লক্ষ ৫৪ হাজার। ২০১৬ সালে এই SSC পরীক্ষার নিরিখে দেখলে প্রায় ২ লক্ষ ৩০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। যদি ২ হাজারের বেশি 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা আবেদন করেননি বলে জানা যাচ্ছে।
তবে ১৬ জুন বিকেল ৫টা থেকে আবেদনের প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা ৫ ঘণ্টা বাদে রাত ১০টার পর শুরু হয়। প্রথম দফার আবেদন শেষ হওয়ার কথা ছিল ১৪ জুলাই। তবে SSC-র তরফে সেই আবেদনের সময়সীমা বাড়িয়ে ২১ জুলাই করা হয়। SSC-র নতুন বিজ্ঞপ্তিকে আগেই ক্লিনচিট দিয়.েছিল সুপ্রিম কোর্ট।
পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়েও শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হবে বলে জানা গিয়েছে।