অবশেষে SSKM-এর অত্যাধুনিক উডবার্ন ২ ব্লকের রেট চার্জ এল প্রকাশ্যে। খরচ সম্পর্কে জানিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বেসরকারি হাসপাতালের মতো সেরা চিকিৎসা পরিষেবা মিলবে বলে দাবি।
যদিও এখানকার বেড চার্জ দেখে অনেকেই ঢোক গিলছেন। কারণ, এই দাম যে শহরের বড় বড় প্রাইভেট হাসপাতালের সমান বলেই অভিযোগ। যদিও সরকার পক্ষ এই দাবি মানতে নারাজ। তাদের মতে, যারা কম পয়সায় লাক্সারি ট্রিটমেন্ট পেতে চায়, তাদের জন্য সেরা এই ওয়ার্ড।
তাই আর দেরি না করে ভাড়া সম্পর্কে জেনে নিন-
খরচ কত?
১. সিঙ্গল কেবিনের প্রতিদিনের ভাড়া ৫০০০ টাকা।
২. সিঙ্গল ডিলাক্স স্যুইট একদিনের ভাড়া ৮০০০ টাকা।
৩. হাই ডেফিসিয়েন্সি ইউনিট যেখানে ভেন্টিলেশন নেই, তার একদিনে বেড ভাড়া ১২০০০ টাকা।
৪. ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভাড়া প্রতিদিন ১৫০০০ হাজার টাকা।
মিলবে অন্যান্য সুবিধা
শুধু ইনডোর নয়, পাশাপাশি আউটডোর পরিষেবাও চালু করা হচ্ছে এখানে। ওপিডিতে ডাক্তার দেখাতে খরচ হবে ৩৫০ টাকা।
এছাড়া এখানে পড়ুয়াদের জন্য হোস্টেলের বন্দোবস্ত করা হবে। পাশাপাশি পুলিশের জন্য আলাদা করে ক্রিটিক্যাল কেয়ারের হবে ব্যবস্থা।
উন্নত অপারেশন থিয়েটার
এখানে অপারেশন থিয়াটারটিকে ঢেলে সাজানো হয়েছে। আধুনিক সব সরঞ্জাম রয়েছে এখানে। শুধু তাই নয়, ডিজিটাল ম্যামোগ্রাফি সিস্টেমও এখানে তৈরি করা হয়েছে। যার ফলে আধুনিক পরিষেবা মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগেই উদ্বোধন হয়েছিল
এসএসকেএম-এর উডবার্ন ব্লক নিয়ে অনেক দিন ধরেই চর্চা ছিল। আর সেটা বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় উডবার্ন ব্লক চালু করেন ১৮ জানুয়ারি। এটির নাম তিনি দিয়েছিলেন অন্যান্য। এটা যে অত্যাধুনিক সব বেসরকারি হাসপাতালকে টেক্কা দিতে পারে, সেটাও জানিয়ে রেখেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন, ১৩১ বেড থাকবে এই হাসপাতালে। এখানে অত্যাধুনিক সব পরিষেবা মিলবে। শুধু তাই নয়, এসএসকেএম-এর বিশেষজ্ঞ সব চিকিৎসকেরা থাকবেন চিকিৎসকের দায়িত্বে। তাদের দেওয়া হবে ইনসেনটিভ।
স্বাস্থ্যসাথীর পরিষেবা মিলবে বলেই খবর
এই হাসপাতালের খরচ সামান্য বেশি। তাই এখানে পরিষেবা নিতে চাইলে হেলথ স্কিম-এর সাহায্য মিলতে পারে। এমনকী স্বাস্থ্যসাথীর সুবিধাও এখানে মিলবে বলে মনে করা হচ্ছে।
তবে এখন দেখার এই সব দাবি কতটা বাস্তবায়িত হয়। কতটা ভালো পরিষেবা মেলে এই নতুন উডবার্ন ওয়ার্ডে।