Suvendu Adhikari: ঘুষ নিয়ে দৈনিক মজুরিতে হোমগার্ড নিয়োগ রাজ্যের? ট্যুইট বোমা শুভেন্দুর

দৈনিক মজুরিতে হাজার হাজার নিয়োগ অস্থায়ী হোমগার্ড নিয়োগ করা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ৬ মাসের জন্য দৈনিক ৫৬৫ টাকায় মজুরিতে কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য স্বরাষ্ট্র দফতর।

Advertisement
ঘুষ নিয়ে দৈনিক মজুরিতে হোমগার্ড নিয়োগ রাজ্যের? ট্যুইট বোমা শুভেন্দুর হোমগার্ড নিয়োগ নিয়ে ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • দৈনিক ৫৬৫ টাকায় মজুরিতে কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ
  • নিয়োগ হওয়া অস্থায়ী হোমগার্ডদের নামের তালিকা পোস্ট শুভেন্দুর

দৈনিক মজুরিতে হাজার হাজার নিয়োগ অস্থায়ী হোমগার্ড নিয়োগ করা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ৬ মাসের জন্য দৈনিক ৫৬৫ টাকায় মজুরিতে কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। টুইটে শুভেন্দু লেখেন, 'রাজ্য স্বরাষ্ট্র দফতর হাজার হাজার অস্থায়ী হোমগার্ডকে ৬ মাসের জন্য নিয়োগ করছে। প্রতিদিন ৫৬৫ টাকায়। এই নিয়োগ নিয়ে কোনও প্রকাশ্য ঘোষণা না থাকায় সম্ভবত টিএমসি ক্যাডারদের পঞ্চায়েত নির্বাচনের আগে গোপনে নিযুক্ত করা হচ্ছে বা ঘুষের বিনিময়ে পদ বিক্রি করা হচ্ছে।'

পরের টুইটে বিরোধী দলনেতা লেখেন, 'এখন প্রশ্ন হল যে একজন যোগ্য প্রার্থী কীভাবে এই শূন্যপদ সম্পর্কে জানতে পারবেন এবং আবেদন করবেন? স্বরাষ্ট্র দফতর  আপনারা কি নিয়োগপ্রাপ্ত হোমগার্ডদের নির্বাচন পদ্ধতি বিশদে জানাতে পারেন? বাছাই এবং ভিত্তি নির্বাচন কীভাবে? কে তাদের বাছাই এবং বেছে নিয়েছে? মানদণ্ড কী ছিল?'

আরও পড়ুন:Indian Railways Cancelled Trains: কুয়াশার কারণে দেশজুড়ে বাতিল ২৭৪টি ট্রেন, দেরিতে চলছে বহু; রইল তালিকা

এখানেই শেষ নয়, হাওড়ার উলুবেড়িয়া থানায় নিয়োগ হওয়া অস্থায়ী হোমগার্ডদের নামের তালিকাও তিনিও পোস্ট করেছেন। বিরোধী দলনেতার প্রশ্ন, 'কেউ জানে না এদের কীভাবে, কে ও কীসের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে।' 

POST A COMMENT
Advertisement