কলকাতা মেট্রোতে আবারও আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। বুধবার বিকেলে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এক ব্যক্তি ট্রেনের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের আপ লাইনের পরিষেবা। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। এবং উদ্ধারের চেষ্টা চলছে।
পরিষেবা ব্যাহত, যাত্রী দুর্ভোগ
যাত্রীকে উদ্ধারের জন্য তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে পার্ক স্ট্রিট ও গিরীশ পার্ক স্টেশনের মধ্যে আপ লাইনের পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যদিও ডাউন লাইনের ট্রেন চলাচল অব্যাহত ছিল, তবু নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে খবর।
আত্মহত্যা রোধে পদক্ষেপে কার্যকারিতা নিয়ে প্রশ্ন
বিগত কয়েক মাসে কলকাতা মেট্রোয় একাধিক আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে চলেছে, যা ট্রেন পরিষেবা ব্যাহত করছে। মেট্রো কর্তৃপক্ষ এই সমস্যা রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও, তা কতটা কার্যকরী তা নিয়ে উঠছে প্রশ্ন। কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানো হলেও তা কার্যকর হয়নি বলে মত অনেকের। গার্ডরেলের মাঝের ফাঁক বা উচ্চতা যথেষ্ট নয় বলে অভিযোগ উঠেছে।
ফ্লেক্স এবং দরজা সিস্টেমের কার্যকারিতা
আত্মহত্যা রোধে মেট্রো স্টেশনগুলিতে ফ্লেক্স লাগানো হয়েছে। তবে ব্লু লাইনে প্ল্যাটফর্ম দরজা ব্যবস্থা না থাকায় ঝাঁপ দেওয়া আটকানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে, পূর্ব-পশ্চিম করিডোরের প্রতিটি স্টেশনে প্ল্যাটফর্ম দরজা সিস্টেম রয়েছে, যা আত্মহত্যার ঘটনা কার্যত শূন্যে নামিয়ে এনেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
বিশেষজ্ঞদের মতে, ব্লু লাইনে প্ল্যাটফর্ম দরজা ব্যবস্থা চালু করাই আত্মহত্যা রোধের একমাত্র সমাধান হতে পারে। তবে এর জন্য প্রয়োজন বিশাল পরিমাণ অর্থ ও সময়।
উদ্বেগ বাড়ছে, নিরাপত্তার প্রশ্নে জোর দাবি
প্রতিদিনের এই ধরনের ঘটনা শুধুমাত্র যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে না, বরং মেট্রোর নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য যাত্রী ও নাগরিক সমাজ দাবি জানাচ্ছে।