scorecardresearch
 

Sujay Krishna Bhadra Arrested : মেডিক্যাল টেস্ট সুজয়কৃষ্ণের, 'কালীঘাটের কাকু'কে হেফাজতে চাইতে পারে ED

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র নাম। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করা হয়েছে এমন ৪-৫ জনের মুখে উঠে আসে তাঁর কথা। তারপরেই তদন্তকারীদের আতশকাচের তলায় আসেন সুজয়কৃষ্ণ ভদ্র।

Advertisement
সুজয়কৃষ্ণ ভদ্র সুজয়কৃষ্ণ ভদ্র
হাইলাইটস
  • হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সুজয়কৃষ্ণকে
  • আজই পেশ আদালতে
  • চাওয়া হতে পারে হেফাজতে

নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার রাতে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। তারপর সেখান থেকেই তাঁকে নিয়ে যাওয়া হবে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে। সূত্রের খবর, আদালতে তাঁকে ১৪ জিনের হেফাজতে চাইতে পারেন ইডি অফিসারেরা।

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র নাম। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করা হয়েছে এমন ৪-৫ জনের মুখে উঠে আসে তাঁর কথা। তারপরেই তদন্তকারীদের আতশকাচের তলায় আসেন সুজয়কৃষ্ণ ভদ্র।

এর আগে সিবিআই ২ বার তলব করে সুজয়কৃষ্ণকে। তারমধ্যে প্রথমবার সিবিআই-এর দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন তিনি। কিন্তু পরেরবার নিজের আইনজীবীকে দিয়ে নথিপত্র পাঠিয়েছিলেন তিনি। সেই সময় সুজয়কৃষ্ণ জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। সেগুলি তিনি আইনজীবী মারফত পাঠিয়েও দিয়েছেন। একই সঙ্গে তাঁর স্ত্রী ও কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও তিনি আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছেন বলে দাবি করেন সুজয়কৃষ্ণ। 

আরও পড়ুন

এরপর মঙ্গলবার 'কালীঘাটের কাকু'কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তলবে হাজিরা দিতে সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছান সুজয়কৃষ্ণ। কিন্তু তদন্তকারীদের প্রশ্নের মুখে তিনি সহযোগিতা করছিলেন না বলেই অভিযোগ। বয়ানেও একাধিক অসঙ্গতি পাওয়া যায়। তদন্তকারী অফিসারদের সঙ্গে হেয়ালিপূর্ণ কথাবার্তা বলছিলেন তিনি। এমনকী তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়ে এখবার মেজাজও হারান সুজয়কৃষ্ণ। জিজ্ঞাসাবাদে লাগাতার অসহযোগিতা করায় এবং বক্তব্য অসঙ্গতি থাকায় সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা যাবে কি না সেই বিষয়ে মঙ্গলবার বিকেলেই দিল্লির সঙ্গে কথা বলেন সিজিও-র ইডি কর্তারা। সেখান থেকে সবুজ সংকেত আসার পরেই গ্রেফতার করা হয় 'কালীঘাটের কাকু'কে। সূত্রের খবর, গোটা চক্রে কাদের থেকে টাকা আসত, আর সেই টাকা কোথায় যেত, বা তাঁর ঠিক কী ভূমিকা ছিল, সেই সমস্ত বিষয়ে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি কর্তারা।

Advertisement

 

Advertisement