পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন এখনও এক বছর দূরে থাকলেও রাজনৈতিক মহলে প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে কোন নেতা লড়বেন, তা নিয়ে চলছে জল্পনা। এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভবানীপুর কেন্দ্র, যেখান থেকে দীর্ঘদিন ধরে জয়ী হয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তাঁর বিরুদ্ধে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে চর্চা তুঙ্গে।
সম্প্রতি বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শনের সময় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আপনাকে ভবানীপুরে হারাব। আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন— তবে কি ভবানীপুর থেকে লড়তে পারেন শুভেন্দু অধিকারী?
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “শুভেন্দুবাবু যদি ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার প্রস্তাব দেন, তাহলে আমরা সেটা সাদরে গ্রহণ করব।” তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, ভবানীপুরে শুভেন্দু অধিকারী লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন।” সুকান্তের এই বক্তব্য ভবানীপুর কেন্দ্র নিয়ে জল্পনা আরও উসকে দিয়েছে।
তবে, শুভেন্দু এখনও স্পষ্টভাবে বলেননি তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোথা থেকে লড়বেন। বিজেপির তরফেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু সম্প্রতি ভবানীপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে শুভেন্দুর সক্রিয় উপস্থিতি ভবিষ্যতের লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন শুভেন্দু অধিকারী। এবারও কি তিনি মমতার বিরুদ্ধে ভবানীপুরে লড়বেন? নাকি অন্য কোনও শক্তিশালী প্রার্থীকে বিজেপি দাঁড় করাবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী দিনেই।