Tollygunge Studio Fire: ভয়াবহ আগুন শহরের স্টুডিও পাড়ায়, দাউ দাউ করে জ্বলছে টালিগঞ্জের NT1

রবিবার ভোরে ভয়াবহ আগুনের ঘটনা টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায়। এনটিওয়ান স্টুডিয়োতে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলতে থাকে। দমকল সূত্রে খবর, ইতিমধ্যেই আগুন অনেকাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Advertisement
ভয়াবহ আগুন  স্টুডিও পাড়ায়, দাউ দাউ করে জ্বলছে টালিগঞ্জের NT1প্রতীকী ছবি

রবিবার ভোরে ভয়াবহ আগুনের ঘটনা  টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায়। এনটিওয়ান স্টুডিয়োতে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়।  আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলতে থাকে। দমকল সূত্রে খবর, ইতিমধ্যেই আগুন অনেকাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাও তৎপর হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।

স্টুডিয়োর আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সেদিকেও নজর রাখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে দমকল সূত্রে খবর। এনটি ওয়ান স্টুডিয়োতে একাধিক সিরিয়ালের শুটিং হত বলে জানা গিয়েছে।  রবিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লেগে যায় টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে (NT1 Studio)। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় স্টুডিওর একাংশে। খবর পেয়ে দমকলের পাাশাপাশি  ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশও।  আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় আশঙ্কা রয়েছে। স্বাভাবিক ভাবেই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। যদিও ভোরবেলা কোনও স্টুডিওশ্যুটিংয়ের কাজ চলছিল না। তবে ভিতরের অনেক সামগ্রী পুড়ে যাওয়ার আশঙ্কা। যদিও স্টুডিও ফ্লোরে কোনও ক্ষতি হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। 

 তবে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে মোটের উপর আগুন এখন নিয়ন্ত্রণে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে পুড়ে গিয়েছে আস্ত একটা ফ্লোর। ফ্লোরের সামনেই ছিল রান্নাঘর। সেই রান্নাঘর থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে গত বছরের ১৩ অক্টোবর সাতসকালে একটি মুভি সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। দমকলের ১৫ টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

POST A COMMENT
Advertisement