scorecardresearch
 

Abhishek Banerjee: এক সপ্তাহ আগে ED-কে জানালেই হবে, বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি অভিষেকের

বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত আজ জানিয়েছে, বিদেশ যাত্রার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তা জানাতে হবে ইডি-কে। এক সপ্তাহ আগে জানালেই হবে।

Advertisement
এক সপ্তাহ আগে ED-কে জানালেই হবে, বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি অভিষেকের এক সপ্তাহ আগে ED-কে জানালেই হবে, বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি অভিষেকের
হাইলাইটস
  • সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • বিদেশ যাত্রার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তা জানাতে হবে ইডি-কে

বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিশ তুলে নিতে ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ জানিয়েছে, বিদেশ যাত্রার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তা জানাতে হবে ইডি-কে। এক সপ্তাহ আগে জানালেই হবে। তারপরই তিনি বিদেশে যেতে পারবেন। এর আগে আদালতকে ইডি জানায় যে, ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত বিদেশ যেতে তাঁরা অভিষেককে অনুমতি দিয়েছেন।

আজ সুপ্রিম কোর্টে লুকআউট সার্কুলার প্রত্যাহার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি ছিল। শুনানিতে বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে অভিষেকের আইনজীবী কপিল সিবাল বলেন, 'অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিশ রয়েছে কি না ইডি-কে জানাতে হবে।' তখন ইডি-র আইনজীবী এসভি রাজু জানান যে অভিষেক ইতিমধ্যে বিদেশ পৌঁছে গিয়েছেন। এর আগেও বহু বার তিনি গিয়েছেন। তখন কপিল সিবাল বলেন, তার মানে লুকআউট নোটিশ জারি নেই? 

এরপর বেঞ্চ ইডি-র আইনজীবীকে বলেন, 'সমস্যা হল- কেউ যায়, আপনি বলবেন তাঁরা যেতে পারে। কিন্তু লুকআউট নোটিশের বিষয়টি উঠলে বুঝতে হবে, তাঁকে আটকানো হচ্ছে। একই সঙ্গে দু’টি বিষয় কীভাবে হতে পারে? আপনাদের সময় নষ্ট হচ্ছে, আমাদেরও সময় নষ্ট হচ্ছে।'

আরও পড়ুন

জবাবে ইডি-র আইনজীবী রাজু বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ক্ষমতাশীল এবং প্রভাবশালী। সেই কারণেই।' এরপর আদালত বলে, 'ফৌজদারি মামলায়, প্রসিকিউশনকে যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে মামলা প্রমাণ করতে হবে। আপনি এটা জানেন যে সেই নীতি পরিবর্তন করা যায় না। আপনারা অনেক বেশি শক্তিশালী। একটা লুকআউট সার্কুলার জারি রয়েছে, সেটা প্রত্যাহার করুন।'

তখন তখন ইডি-র আইনজীবী বলেন, 'বিদেশ যাত্রার আগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অনুমতি নেওয়া উচিত তদন্তকারী সংস্থার।' তখন বেঞ্চ জানায়, বিদেশ যাত্রার এক সপ্তাহ আগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে ইডি-র কাছ থেকে অনুমতি নিতে হবে।

Advertisement

কয়লা পাচার মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। অতি সম্প্রতি বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছিল রুজিরাকে। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই রওনা হন অভিষেক। গতকাল তৃণমূলের মুখপত্র সান্ধ্য জাগো বাংলার প্রতিবেদনে লেখা হয়েছে,'চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় সম্মতি দিতে বাধ্য হল ইডি। বুধবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিষয়টি কলকাতা হাইকোর্টকে জানিয়ে দিয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল তথা ইডির আইনজীবী এনভি রাজু আদালতে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। ৩১ জুলাই এই মামলার শুনানি হলেও এক্ষেত্রে বিদেশ যেতে কোনও অসুবিধা নেই।'

Advertisement