চলতি বছর টেট পরীক্ষার দিন ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হবে। এনিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, টেট পরীক্ষার নামে ২৫ কোটি টাকা ঘরে তুলছে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিজের দাবির সপক্ষে হিসাবও দিয়েছেন।
এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শুভেন্দু লিখেছেন,'মনে হচ্ছে, টেটের নামে টাকা তোলার দারুণ ফন্দি খুঁজে পেয়েছে রাজ্য সরকার। অথচ কাউকেই নিয়োগ করা হবে না। ১৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ঘোষণা করেছেন, ১০ ডিসেম্বর টেট নেওয়া হবে। সেই সঙ্গে এও বলেছেন, নিয়োগ না হলেও প্রতিবছর টেট হবে।'
গৌতম পালের বক্তব্যের বাখ্যা দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়,'২০২২ সালে টেট পরীক্ষা হয়েছিল ৫ বছর পরে। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর ১ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের এখনও নিয়োগ হয়নি।'
পরীক্ষার নামে টাকা তোলার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পরিসংখ্যানও দিয়েছেন। তিনি লিখেছেন,'সাধারণ শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫০০ টাকা। অন্যান্য পিছিয়ে পড়া জাতিকে দিতে হবে ২৫০ টাকা। তফশিলী জাতি ও উপজাতিদের জন্য পরীক্ষার ফি দিতে হয় না। ধরা যাক, ৪০০ টাকা করে দিচ্ছে পরীক্ষার্থী পিছু। ৭ লক্ষ পরীক্ষার্থীর থেকে নেওয়া হচ্ছে, ৭,০০,০০০*৪০০= ২৮,০০,০০,০০০। পরীক্ষার নামে প্রায় ২৮ কোটি টাকা তুলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা আয়োজন বাবদ খরচ হবে ৩ কোটি। নিট লাভ ২৫ কোটি টাকা।'
It seems that the WB Govt has found out a lucrative way to mint money by conducting the Teacher Eligibility Test (TET) without the intention of recruiting anyone.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 15, 2023
President of the West Bengal Board of Primary Education; Shri Goutam Pal, on September 13th, Wednesday, while… pic.twitter.com/YpfGKWaK4W
শুভেন্দুর অভিযোগ, পরীক্ষার্থীদের চাকরি দেওয়ার আশা দেখিয়ে ২৫ কোটি টাকা তোলাই লক্ষ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের। নিয়োগ করা উদ্দেশ্য নয়।