শুক্রবার বিকেলে কাঁকুড়গাছির পুজো প্যান্ডেল উদ্বোধনে গিয়ে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিজেপি নেতা বলেন, 'পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে। পুলিশকে নামিয়ে, ফিতেকাটার ফল মা দেখিয়েছেন কলকাতার উপর। আজকে যে ভাবে কানের পাশে কাপড় সরিয়ে, বৃষ্টিটা যেন কানে পড়ছে না। কানটা খোলা থাকবে। মেসেজ একদম ক্লিয়ার, আমাকে মজবুরিতে যেতে হচ্ছে... আমি আসলে তোমাদেরই (নির্দিষ্ট ধর্মের মানুষকে বোঝাতে চেয়েছেন) লোক। এর পর মা তাঁর শক্তি দেখিয়েছেন।'
আসলে পুজো উদ্বোধনের সময় মাথায় কাপড় জড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর সেই সাজ ঘিরেই একের পর এক তোপ দেগেছে বিজেপি। কোনও কোনও বিজেপি নেতা এই সাজকে হিজাবের সঙ্গে তুলনা করেছেন। আর এই কারণেই কলকাতা অতিবৃষ্টি ও মৃত্যুমিছিল বলে মনে অভিযোগ করছেন তাঁরা।
আর পুজো উদ্বোধনে এসে দলের লাইনেই কথা বললেন শুভেন্দু। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে বকলমে মুসলমান তোষণকারী বলে অভিযোগ করলেন।
তাঁর আরও দাবি, নিজের ইচ্ছে মতো পঞ্জিকা তৈরি করবেন না। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবেন না। হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলবেন না। মা অনেককে বধ করেছেন। আর একজনকে খোঁচা দিচ্ছেন।
এছাড়াও এ দিন শুভেন্দুর কথায় অন্যান্য প্রসঙ্গে উঠে এসেছে। তিনি বলেন, 'অমিত শাহজি বলে গিয়েছেন, এ রাজ্য সোনার বাংলা, কবিগুরুর স্বপ্নের বাংলা গড়ার জন্য, ২০২৬ সালের জন্য আমরা অপেক্ষা করে আছি। যে অবর্ণনীয় অত্যাচার হিন্দু হওয়ার জন্য, বিরোধী হওয়ার জন্য কয়েক বছর সইতে হচ্ছে। আমরা নিশ্চিত মা দুর্গা.... মা আমাদের সকলকে সেই শক্তি দেবেন... আমরা একজোট হয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে যে কথা বলে গিয়েছেন, সেটা কার্যকর করতে পারব।'
দুর্গাপুজো সাংস্কৃতিক অনুষ্ঠান নয়
শুভেন্দুর অভিযোগ, 'কেউ বা কারা দুর্গাপুজোকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছেন। সেটা করবেন না। সনাতন হিন্দু ধর্ম মেনে পুজো করা হবে।'
তাঁর পরামর্শ, 'আপনারা সিপিএম মার্কা শারদ উৎসব নয়, বলুন দুর্গাপূজা। এটা সনাতনের জায়গা। স্বামী বিবেকানন্দের জায়গা... একদম পঞ্জিকায় যেমন লেখা আছে সে ভাবে পুজো হবে, আরতি হবে, পুষ্পাঞ্জলি হবে, নিরঞ্জন হবে। হিন্দু ধর্ম মেনে কাজ করুন। আপনাদের পুজো ভালো কাটুক।'