বিধানসভায় উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ১০ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজেপির ‘এজেন্ডা’ ঘোষণা শুভেন্দুর
শুভেন্দু অধিকারীর বক্তব্য, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে বিজেপি। এরপর ক্ষমতায় এসে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দেন তিনি।
‘সাম্প্রদায়িক’ সরকার ও পুলিশের অভিযোগ
বিরোধী দলনেতা তৃণমূল সরকারকে ‘সাম্প্রদায়িক সরকার’, ‘সাম্প্রদায়িক পুলিশ’ এবং ‘মুসলিম লিগ টু’ বলে আক্রমণ করেন। তার অভিযোগ, বাংলায় হিন্দুদের উপর অন্যায় হচ্ছে, অথচ প্রশাসন নীরব। দিল্লিতে কেজরিওয়ালের সরকারের পতনের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, বাংলাতেও একই ঘটনা ঘটবে।
বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, বিধানসভায় বিক্ষোভ
বিজেপি বিধায়করা ধর্মীয় স্থান রক্ষার দাবিতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন, যা স্পিকার খারিজ করে দেন। এর প্রতিবাদে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান ও ওয়ালে নেমে কাগজ ছিঁড়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন। শুভেন্দু বলেন, “বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, স্পিকারের একটা চোখ বন্ধ।”
হিন্দু মন্দির ভাঙার অভিযোগ
শুভেন্দু অধিকারী দাবি করেন, বারুইপুর, তমলুকের শ্রীরামপুর এবং বসিরহাটে একাধিক হিন্দু মন্দির এবং মূর্তি ভাঙা হয়েছে, কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি, মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িতে হামলার অভিযোগও করেন তিনি।