Suvendu Adhikari : 'ক্ষমতা থাকলে লড়ুন, আপনাকে হারাব', ভবানীপুরে দাঁড়িয়ে মমতাকে ফের চ্যালেঞ্জ শুভেন্দুর

ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভবানীপুর থেকে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। দাবি করবেন তিনি। তাঁর আরও দাবি, বাংলায় SIR (ভোটার তালিকার নিবিড় সংশোধন) হলে ভবানীপুর থেকে বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার তালিকায় আর থাকবে না।

Advertisement
'ক্ষমতা থাকলে লড়ুন, আপনাকে হারাব', ভবানীপুরে দাঁড়িয়ে মমতাকে ফের চ্যালেঞ্জ শুভেন্দুর Mamata Banerjee,Suvendu Adhikari
হাইলাইটস
  • ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
  • ভবানীপুর থেকে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, দাবি করলেন তিনি

ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভবানীপুর থেকে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। দাবি করলেন তিনি। তাঁর আরও দাবি, বাংলায় SIR (ভোটার তালিকার নিবিড় সংশোধন) হলে ভবানীপুর থেকে বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার তালিকায় আর থাকবে না। সেক্ষেত্রে বিপদে বুঝে মেটিয়াবুরুজ থেকে প্রার্থী হতে পারেন তৃণমূল সুপ্রিমো।

রবিবার ভবানীপুরে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই দলের নেতা-কর্মীদের জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান। SIR-এ কারও নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে, প্রতিবাদ জানাবে। এই হুঁশিয়ারি দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তার সমালোচনা করে শুভেন্দু বলেন, 'SIR-কে এত ভয় পাওয়ার তো কিছু নেই। এটা প্রথম হচ্ছে এমনটাও নয়। দেশে এর আগেও হয়েছে। এবারও নির্বাচন কমিশন করবে। তৃণমূল ভয় পাচ্ছে কারণ ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে। তাহলে ওদের ভোট কমবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজে গিয়ে দাঁড়়াতে পারেন।' 

শুভেন্দু দাবি করেন, মমতা ২০২১-এর উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ছাপ্পা দিয়ে জিতেছিলেন। তারপর মুখ্যমন্ত্রী হন। তাঁর কথায়, 'মমতা আমাকে নন্দীগ্রামে গিয়েছিলেন হারাতে। নিজে হেরে গিয়েছিলেন। তারপর ছাপ্পা মেরে জিতেছিলেন ভবানীপুরে। এই আসনের অতীত বিজেপির। এখানে ২০১৪ সালে তথাগত রায় দাঁড়িয়েছিলেন। এটা হচ্ছে মিনি ইন্ডিয়া। ভবানীপুরে শিখ, সিন্ধি, মাড়োয়ারি, বিহার-উত্তরপ্রদেশের হিন্দিভাষী, ঝাড়খণ্ড, ওড়িশা, উৎকল, গুজরাতি, রাজস্থানের সব জেলার মানুষ রয়েছেন। সেই সঙ্গে আছেন বাঙালিরা। ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিরা রয়েছেন এখানে। বর্ধিষ্ণু পরিবার, শিক্ষিত মানুষ আছেন। এটা বিজেপি-র জায়গা। অতএব এই জায়গা ধরে রাখার কাজ করবে বিজেপি।' 

শুভেন্দু ভবানীপুর থেকে জানান, কাল সোমবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে SIR ঘোষণা করতে পারে। ব্লক লেভেল অফিসার বা BLO দের ভয় না পাওয়ার বার্তাও দেন বিরোধী দলনেতা। বলেন, 'বিএলও-রা ভয় পাবেন না। ইলেকশন কমিশন কোনও পার্টির অফিস নয়। আপনারা প্রস্তুত তো? সবাই একজোট হোন। এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব হারাব হারাব।' 

Advertisement

তবে শুভেন্দু নিজে ভবানীপুর থেকে দাঁড়াবেন কি না তা পরিষ্কার করেননি। যদিও এই প্রথম নয়। আগেও ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। 

POST A COMMENT
Advertisement