Taratala Flyover: তারাতলা ফ্লাইওভার বন্ধ, বেহালায় তীব্র যানজট, কতদিন বন্ধ থাকবে-বিকল্প রুট কী?

৪ দিন ধরে বন্ধ করে রাখা হয়েছে তারাতলা ফ্লাইওভার। এর জেরে বেহালা থেকে আলিপুর, মোমিনপুরের দিকে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে বেহালার নিত্যযাত্রীদের। অফিস টাইমে যানজটে নাকাল হচ্ছেন তারা। এই পরিস্থিতিতে কোন কোন বিকল্প রুটে যাতায়াত চলছে?

Advertisement
 তারাতলা ফ্লাইওভার বন্ধ, বেহালায় তীব্র যানজট, কতদিন বন্ধ থাকবে-বিকল্প রুট কী?তারাতলা ফ্লাইওভার
হাইলাইটস
  • বন্ধ তারাতলা ফ্লাইওভার
  • যানজটে নাকাল বেহালাবাসী
  • কোন কোন বিকল্প রুট ধরবেন?

চার দিন ধরে বন্ধ তারাতলা ফ্লাইওভার। এটির ভারবহন ক্ষমতা পরীক্ষা করার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর, শনিবার থেকে শুরু হয়েছে এই পরীক্ষা-নিরীক্ষা। চলবে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর পর্যন্ত। বেহালার গুরুত্বপূর্ণ এই উড়ালপুল এতদিন ধরে বন্ধ থাকার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। অফিস টাইমে ভোগান্তির শিকার হচ্ছেন ওই পথ ধরে যাওয়া নিত্যযাত্রীরা। সেক্ষেত্রে ঘুরপথে গাড়িগুলির জন্য কী কী বিকল্প রুটের বন্দোবস্ত করা হয়েছে? 

শনিবার দুপুর সাড়ে ৩টে থেকে বন্ধ করে দেওয়া হয় এই ফ্লাইওভার। বন্ধ থাকবে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। PWD এবং কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। 

কোন কোন বিকল্প রুটে যাতায়াত? 
তারাতলা উড়ালপুল বন্ধ থাকাকালীন সময়ে তারতলা ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। ফলে বেহালা থেকে আলিপুরের দিকে যাওয়া গাড়িগুলিকে দুর্গাপুর ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আলিপুর থেকে বেহালার দিকে যাওয়ার গাড়িগুলিকে হাইড রোড, দুর্গাপুর সেতু এবং নিউ আলিপুর হয়ে চলাচল করতে বলা হচ্ছে। বেহালার যাত্রীদের তারাতলার দিকে না গিয়ে করুণাময়ী ব্রিজ ধরারও পরামর্শ দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, ২০০৬ সালে তারাতলা উ়ডালপুলের নির্মাণ হয়। ডায়মন্ড হারবার রোডের যানজটের সুরাহা করতেই এই উড়ালপুল নির্মিত হয়েছিল। ২০১০ সালে ৫৪০ মিটার দীর্ঘ এই ফ্লাইওভারের বেহালার দিকের অংশ বন্ধ করে দেওয়া হয়েছিল ফাটলের জন্য। ফের ২০২২ সালের এপ্রিল মাসেও ফাটল দেখা যায় এই ফ্লাইওভারে। তখনও দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল এটি। এবার লোডি টেস্টিংয়ের জন্য বন্ধ করা হল তারাতলা ফ্লাইওভার। তবে বেহালার গুরুত্বপূর্ণ এই উড়ালপুল বন্ধের জেরে তীব্র যানজটের শিকার হচ্ছেন বেহালাবাসী।

 

POST A COMMENT
Advertisement