scorecardresearch
 

TCS Recruits In Bengal: তথ্য-প্রযুক্তিতে বাংলায় বিপুল কর্মসংস্থান, সুখবর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

নতুন বছর শুরু হওয়ার আগেই সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যা। জানিয়ে দিলেন বাংলায তথ্য-প্রযুক্তি শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS)এই রাজ্য়ে ৫০ হাজার কর্মী নিয়োগ করছে।

Advertisement
 ১০ বছরে কর্মসংস্থান তিন গুণ বেড়েছে ১০ বছরে কর্মসংস্থান তিন গুণ বেড়েছে
হাইলাইটস
  • কর্মসংস্থান ও শিল্পের দিকে নজর মুখ্যমন্ত্রীর
  • ১০ বছরে কর্মসংস্থান তিন গুণ বেড়েছে
  • দাবি করে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে শিল্পায়নই যে তাঁর ধ্যান-জ্ঞান, তা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এপ্রিলে ফের রাজ্যে শিল্প সম্মেলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে নতুন বছর শুরু হওয়ার আগেই সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যা। জানিয়ে দিলেন বাংলায তথ্য-প্রযুক্তি শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS)এই রাজ্য়ে ৫০ হাজার কর্মী নিয়োগ করছে।

যা জানালেন মুখ্যমন্ত্রী
 ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলার সরকার কর্মসংস্থানের ব্যাপারে বদ্ধপরিকর। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলার তথ্যপ্রযুক্তি ক্ষেত্র সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করেছে। কলকাতায় ৫০ হাজার কর্মী নিয়োগ করবে টিসিএস। ২০১১ সালে কলকাতায় ১৫ হাজার কর্মী নিয়োগ করেছিল টিসিএস। তবে এবার সংখ্যাটা তিন গুণ। সকলকে অনেক শুভেচ্ছা।’

 

 ১০ বছরে কর্মসংস্থান তিন গুণ বেড়েছে 
 গত ১০ বছরে তৃণমূলনেত্রী  বাংলায় নতুন শিল্প  আনতে পারেননি এবং যথেষ্ট কর্মসংস্থানও সৃষ্টি করতে পারেননি বলে লাগাতার দাবি করে আসছে বিরোধীরা। শিল্পপতিরা বাংলায়  বিনিয়োগে আগ্রহী না হওয়া সত্ত্বেও বছর বছর কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন করা নিয়েও মমতাকে বিঁধে থাকে বিরোধী শিবির। তার মধ্যেই গত  ১০ বছরে রাজ্যে কর্মসংস্থান তিন গুণ বেড়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

 কর্মসংস্থান ও শিল্পের দিকে নজর 
 তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কর্মসংস্থান ও শিল্পের দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প আনতে নভেম্বরের শেষে মুম্বই সফরে গিয়েছেন তিনি। একাধিক শিল্পপতিদের সঙ্গে  বৈঠকও  করেছেন। রাজ্যে আগামী ২০ ও ২১ এপ্রিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছেন। সেই সম্মেলনে শিল্পপতিদের যোগ দিতে আহ্বান জানিয়েছেন। এদিকে এই সম্মেলনের মাধ্যমে রাজ্যে শিল্প আনতে মরিয়া বাংলার মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই সম্মেলনে তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন মমতা।  জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই  আমন্ত্রণ গ্রহণও করেছেন।

 

Advertisement