নিয়োগ দুর্নীতির টাকা সিনেমায় ঢুকেছে বলে আগেই অভিযোগ উঠেছিল। আর তা নিয়ে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মাঝেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে টলিউড যোগ নিয়ে প্রথম কোনও অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মতো ইডি দফতরে হাজির হলেন অভিনেতা বনি সেনগুপ্ত।
শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলবও করা হয় অভিনেতাকে। তবে নির্দিষ্ট দিনের এক দিন আগেই গোয়েন্দা সংস্থার দফতরে হাজির বনি। নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই বনি সেনগুপ্তকে ইডি জিজ্ঞাসাবাদ শুরু করে । সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে অভিনেতাকে করা হয় জিজ্ঞাসাবাদ। ইডি দফতরে একপ্রস্ত জেরার পর মধ্যাহ্নভোজের বিরতিতে বেরিয়ে একাধিক তথ্য জানান টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত ।
বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নেন বিন। বলেন, ”আয়োজকদের মাধ্যমে কুন্তলের সঙ্গে আলাপ। তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ২০১৭ সালে আমাকে গাড়ি কিনতে সাহায্য করেছিলেন। তার বদলে আমি অনেকগুলো ইভেন্ট করে দিই। আমার গাড়ির অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল।” এই সংক্রান্ত সমস্ত তথ্য তিনি ইডি (ED) আধিকারিকদের জানিয়েছেন বলে দাবি করেন বনি সেনগুপ্ত।
কীভাবে কুন্তলের সঙ্গে আলাপ?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনি জানান, ”জিরাটে একটা ইভেন্টে আমি গিয়েছিলাম, সেখান থেকেই আলাপ। পরে ভাল সম্পর্ক তৈরি হয়ে যায়। ২০১৭ সালে আমি গাড়ি কিনতে গিয়ে যখন সমস্যায় পড়ি, তখন কুন্তল হেল্প করেছিলেন। ওই ৩৫ বা ৪০ লক্ষ টাকা মতো দিয়েছিলেন। এরকম তো হতেই পারে। আমার কোনও পরিচিত যদি বলেন, তোমায় আমি হেল্প করব, তাহলে তো আমি টাকা নিতেই পারি। পরে তার বিনিময়ে আমি অনেকগুলো ইভেন্ট করে দিয়েছিলাম।” বনির দাবি একবারই কুণ্ডলের সঙ্গে লেনদেন হয়। সেইসময় ৩৫ বা ৪০ লক্ষ টাকার মতো নিয়েছিলেন, সব ঠিক অ্যামাউন্ট এখন আর মনে নেই। সেই টাকা দিয়ে ডিসকভারি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি এখন বিক্রিও করে দিয়েছেন তিনি।
সূত্রের খবর,নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি থেকেই অভিনেতা বনি সেনগুপ্তর নাম পেয়েছেন গোয়েন্দারা। প্রশ্ন ওঠে , টলিউড অভিনেতার সঙ্গেও টাকার লেনদেন হয়েছিল কুন্তলের? হয়ে থাকলে, তার পিছনে কী কারণ রয়েছে? অর্থাৎ, কীসের জন্য কুন্তল এবং বনির মধ্যে টাকার দেওয়া নেওয়া হয়েছিল? এই সব সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছেন ইডি আধিকারিকরা। অভিযোগ, বনি সেনগুপ্তকে নাকি লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই হয়েছিল সেই লেনদেন কিন্তু, একজন টলিউড অভিনেতাকে হঠাৎ কেন টাকা দিয়েছিলেন কুন্তল। ইডি দফতরে গিয়ে সেই ব্যাখ্য়াই দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত।