West Bengal Weather Update: সরস্বতী পুজোয় কমছে তাপমাত্রা, শীত নিয়ে হাওয়া অফিসের বড় দাবি

আজ সরস্বতী পুজো। ভোর ভোর উঠে স্নান সেরে উপোস করে অঞ্জলি দেওয়ার রীতি। এটাই যুগের পর যুগ হয়ে আসছে। এই চিত্রের সঙ্গেই আমরা ছোট থেকে পরিচিত। আর ভাল খবর হল, বাঙালির প্রিয় সরস্বতী পুজোর দিনই তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। যার ফলে কিছুটা হলেও শীত উপভোগ করা সম্ভব হবে। 

Advertisement
সরস্বতী পুজোয় কমছে তাপমাত্রা, শীত নিয়ে হাওয়া অফিসের বড় দাবিপশ্চিমবঙ্গের তাপমাত্রা
হাইলাইটস
  • ভোর ভোর উঠে স্নান সেরে উপোস করে অঞ্জলি দেওয়ার রীতি
  • বাঙালির প্রিয় সরস্বতী পুজোর দিনই তাপমাত্রা কিছুটা কমবে
  • যার ফলে কিছুটা হলেও শীত উপভোগ করা সম্ভব হবে

আজ সরস্বতী পুজো। ভোর ভোর উঠে স্নান সেরে উপোস করে অঞ্জলি দেওয়ার রীতি। এটাই যুগের পর যুগ হয়ে আসছে। এই চিত্রের সঙ্গেই আমরা ছোট থেকে পরিচিত। আর ভাল খবর হল, বাঙালির প্রিয় সরস্বতী পুজোর দিনই তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। যার ফলে কিছুটা হলেও শীত উপভোগ করা সম্ভব হবে। 

আসলে আবহাওয়া বিশেষজ্ঞরা কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিল যে সরস্বতী পুজোতে তেমন একটা ঠান্ডা থাকবে না। বরং বেলা বাড়তেই গরম লাগবে। তবে আপাতত সেই ট্রেন্ড কিছুটা বদলেছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে, শুক্র এবং শনিবার কিছুটা নামতে পারে তাপমাত্রা। 

তাপমাত্রা কতটা নামতে পারে? 
হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। মোটামুটি ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে জাঁকিয়ে শীত না পড়লেও ঠান্ডা অনুভব হবে। আর এটাই এই মুহূর্তের বড় খবর!

বেলা বাড়তেই পারদ চড়বে...
আজ ভোরে এবং সকালের দিকে ভালই ঠান্ডা অনুভব হবে। তবে বেলা বাড়তেই রোদের দাপটে গরম লাগতে পারে। তখন গায়ে রাখা যাবে না শীত কাপড় বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে সন্ধের পর থেকে আবার কমবে তাপমাত্রা। যার ফলে ফের শীত শীতভাব ফিরবে। 

কেমন থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া? 
এ দিন কলকাতার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই হাল থাকবে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার মতো জেলায়। 

তবে কলকাতা ও সংলগ্ন এলাকার থেকে বেশি শীত অনুভব করা সম্ভব হবে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, নদিয়াতে। এই সব এলাকার মানুষ আজ ভালই শীত অনুভব করতে পারবেন। 

হাওয়া অফিস জানিয়েছে, এই কয়েক দিন মোটামুটি ১৪ থেকে ১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি কুয়াশার দাপট থাকবে।

Advertisement

উত্তরবঙ্গে কী চলছে? 
তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে উত্তরবঙ্গেও। পাহাড় থেকে ডুয়ার্স, সর্বত্রই একই ছবি। তবে সরস্বতী পুজোয় একটু তাপমাত্রা কমতে পারে এই সব অঞ্চলেও। তাই যাঁরা উইকএন্ডের লম্বা ছুটি নিয়ে পাহাড় গিয়েছেন, তাঁরা বেশ ভালই শীত উপভোগ করতে পারবেন। 

আবহাওয়ার এই খামখেয়ালী কেন? 
এই বিষয়টি সম্পর্কে খোলসা করেছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়া ২৬ তারিখ নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার আশঙ্কা রয়েছে। আর সেই কারণেই বাড়তে পারে তাপমাত্রা। 

  

 

POST A COMMENT
Advertisement