বিবেক অগ্নিহোত্রী।রাজ্যে এখন অনেক মিনি কাশ্মীর রয়েছে, এমনটাই অভিযোগ দ্য কাশ্মীর ফাইলস্ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। রবিবার কলকাতা মিউজিয়ামে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে এক অনুষ্ঠানে এসেছিলেন গেরুয়া শিবির ঘনিষ্ঠ ওই পরিচালক।
অগ্নিহোত্রী বলেন, একবার আমার মা আমাকে বলেছিলেন, তুমি যদি এমন লোকদের সাথে দেখা করতে চান যারা ভারতকে পরিবর্তন করতে পারে, তবে বাংলায় যাও৷ কিন্তু আমার বুদ্ধা ইন এ ট্র্যাফিক জ্যাম চলচ্চিত্রের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাকে শারীরিকভাবে টার্গেট করা হয়েছিল।
তিনি আরও বলেন, বাংলায় এখন অনেক মিনি কাশ্মীর রয়েছে। বাংলা কাশ্মীর হওয়ার আগে, আমি বাংলার গল্প জনগণের সামনে আনতে চাই। আমি বাংলার রাজনীতি কীভাবে পতন হয়েছে তা দেখানোর জন্য একটি সিনেমা আনতে চাই।
অগ্নিহোত্রীর দাবি, রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডাহা ফেল মুখ্যমন্ত্রী।
বাংলা নিয়ে চিন্তিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এ বার তিনি খুলে দেখতে চান বাংলার ‘ফাইল’ও। রবিবার সন্ধ্যায় কলকাতায় বসেই মুম্বইয়ের পরিচালক বিবেক জানালেন, তাঁর সেই পরিকল্পনার কথা। বিবেক বললেন, ‘‘বাংলা কাশ্মীর হয়ে যাওয়ার আগেই এই কাজ শেষ করে ফেলতে হবে।’’
আরও পড়ুন-ফের পথ কুকুররা ছিঁড়ে খেল দুই শিশুকে, মৃত্যু; উদ্বেগে প্রশাসন