Advertisement

TMC 21 July LIVE: খেলা তো আবার হবে, বাংলা ভাষাকে রক্ষার খেলা, এবার ছক্কা মারতে হবে: মমতা

Aajtak Bangla | কলকাতা | 21 Jul 2025, 2:09 PM IST

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের এটাই শেষ ২১ জুলাই। ধর্মতলায় তৈরি হয়েছে তৃণমূলের শহিদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ। জেলা থেকে কলকাতামুখী কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত, ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এক উল্লেখযোগ্য মাইলস্টোন। ২১ মানেই মমতার কাছে স্মৃতি রোমন্থন, অতীতকে ফিরে দেখা, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপণ। পাশাপাশি এ দিনের গুরুত্বের কথা বিবেচনা করেই তৃণমূলনেত্রী আগামীতে দলের পথ চলার পথনির্দেশিকাও দেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণমমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের এটাই শেষ ২১ জুলাই।  ধর্মতলায় তৈরি হয়েছে তৃণমূলের শহিদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ। জেলা থেকে কলকাতামুখী কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত, ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের  রাজনৈতিক জীবনে এক উল্লেখযোগ্য মাইলস্টোন। ২১ মানেই মমতার কাছে স্মৃতি রোমন্থন, অতীতকে ফিরে দেখা, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপণ। পাশাপাশি এ দিনের গুরুত্বের কথা বিবেচনা করেই তৃণমূলনেত্রী আগামীতে দলের পথ চলার পথনির্দেশিকাও দেন।
 

2:25 PM(in 2 hours)

বাংলা ভাষাকে আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না : মমতা 

Posted by :- Soumen Karmakar

পশ্চিমবঙ্গের হিন্দিভাষীরা বাংলায় কথা বলেন। তা শ্রদ্ধা করি। কিন্তু বাংলা ভাষাকে আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না : মমতা 

2:22 PM(in 2 hours)

বাংলায় ভাষা আন্দোলনের ডাক মমতার

Posted by :- Soumen Karmakar

বাংলায় ভাষা আন্দোলন শুরু হল। ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার   

2:20 PM(in 2 hours)

বিজেপির আমল সুপার এমারজেন্সি : মমতা

Posted by :- Soumen Karmakar

মমতা বলেন, 'বিজেপির আমলে ১ কোটিরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন। তবে বিজেপির আমল তো সুপার এমারজেন্সি। বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। সেটাও বুঝতে হব। ওরা বলছে ১৭ লাখ লোকের নাম কাটতে হবে। ওদের জ্ঞান নেই। সোশ্যাল নেটওয়ার্কে অনেক মিথ্যা কথা ছড়ানো হয়। সেগুলো বিশ্বাস করবেন না। বাংলার নিজস্ব সংস্কৃতি আছে।'

2:17 PM(in 2 hours)

বিজেপি নেতাদের বাড়ির সামনে বসার নিদান মমতার

Posted by :- Soumen Karmakar

মমতা বলেন, 'কথায় কথায় নবান্ন অভিযান করছে বিরোধীরা। আমার বাড়ির দিক অভিযান করছে। এবার থেকে বিজেপি নেতাদের বাড়ির সামনে বসে পড়বেন। এবারের স্লোগান জব্দ হবে, স্তব্ধ হবে।' 

Advertisement
2:14 PM(in 2 hours)

বিজেপির কেন্দ্রীয় নেতারা সভা করলে পাল্টা সভা তৃণমূলের : মমতা

Posted by :- Soumen Karmakar

এবার থেকে বিজেপির কেন্দ্রীয় নেতারা সভা করলে পাল্টা করবে তৃণমূল। ওরাই এই পথ তৈরি করে দিয়েছে। 

2:10 PM(in 2 hours)

বিজেপি-কে বোল্ড আউট করতে হবে : মমতা

Posted by :- Soumen Karmakar

ফের খেলা হবে বললেন মমতা। তাঁর কথায়, 'বাংলা ভাষার সম্মান রক্ষা করা হবে। সর্বধর্ম ঐক্য রাখার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এবারের খেলায় বোল্ড আউট করতে হবে। ছক্কাও মারতে হবে। আর বিজেপিকে বোল্ড আউট করে সিপিআইএমকে মহাশূন্যে পাঠাতে হবে।' 

2:07 PM(in 2 hours)

বিজেপি-কে যোগ্য জবাব দেব : মমতা

Posted by :- Soumen Karmakar


'ভাষার উপর আঘাত মানব না। তৃণমূলের দর্শন, বিজেপি-বাম বিসর্জন। মহারাষ্ট্রে জোর করে হারিয়েছে। এভাবে ক্ষমতায় এসেছে। বাংলাকে এখন টার্গেট করছে গেরুয়া শিবির। তবে আমরাও জবাব দেব।' 

2:03 PM(in an hour)

জগন্নাথ দেবের ধামের মতো দুর্গাঅঙ্গন : মমতা

Posted by :- Soumen Karmakar

মমতা জানান, 'জগন্নাথ দেবের ধামের মতো দুর্গাঅঙ্গন হবে বাংলায়। আগের থেকে বাংলার মানুষ ভালো আছে। ২৭ জুলাই নানুর দিবসের দিন থেকে বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, অপমান তার প্রতিবাদে মিছিল করুন।' 

2:00 PM(in an hour)

২০২৬-এ জিতবেন তো? প্রশ্ন মমতার

Posted by :- Soumen Karmakar

মমতা বলেন, 'অনুপ্রবেশকারী কেন্দ্র ঢোকায়। কারণ তাদের হাতেই তো বিএসএফ, সিআইএসএফ। একদিন চ্যালেঞ্জ হয়ে যাক, কত লোককে জেলে জায়গা দিতে পারেন, সেটাই দেখব। ২০২৬-এ জিতবেন তো?' প্রশ্ন মমতার।  

Advertisement
1:58 PM(in an hour)

তৃণমূলকে শেষ করা অত সহজ নয় : মমতা

Posted by :- Soumen Karmakar

মমতার কথায়, 'বিজেপি বদলে যাবে। তবে তৃণমূল একই থাকবে। কারণ, আমরা মানুষের সঙ্গে আছি। লড়াই করতে হবে। সাধারণ মানুষই সৈনিক আমাদের। সেজন্য লড়াই করতে হবে। তৃণমূল যখন জন্ম নিয়েছিল বলেছিলেন গোরুতে খেয়ে নেবে। তবে তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। সোশ্যাল মিডিয়াতে তারা বাড়বেন। কিন্তু ভোটের বাক্সে শূন্য হবেন। কাউকে চোর বললে এবার থেকে পাল্টা আন্দোলন করতে হবে। বাংলায় আমার পোস্টার ছেড়া হয়েছে।'  

1:55 PM(in an hour)

প্রয়োজনে ফের ভাষা আন্দোলন : মমতা

Posted by :- Soumen Karmakar

মমতার কথায়, 'প্রয়োজনে ফের ভাষা আন্দোলন হবে। ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে। আপনাদের নিয়ন্ত্রণ করছেন মার্কিন প্রেসিডেন্ট। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?'  

1:53 PM(in an hour)

বাংলায় ৩০ শতাংশ মুসলমান, ২৬ শতাংশ তপশিলি, তারা হিন্দু নয়?

Posted by :- Soumen Karmakar

'বাংলায় ৩০ শতাংশ মুসলমান, ২৬ শতাংশ তপশিলি। তারা হিন্দু নয়? আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি তারা যমুনানগরে গিয়েছিল। পহেলগাঁওয়ে আমাদের দল গিয়েছিল। হিমন্ত বিশ্বশর্মাকে হুঁশিয়ারি, নাক গলাবেন না বাংলা নিয়ে। না হলে আন্দোলন হবে। আমরাও যাব অসমে। আন্দোলন করব।' বলেন মমতা।   

1:51 PM(in an hour)

সবথেকে বেশি কাটমানি খাই বিজেপি : মমতা

Posted by :- Soumen Karmakar

মমতার দাবি, 'সবথেকে বেশি কাটমানি খাই বিজেপি। আগে সিপিএম খেত। ২০২৬ সালে আরও অনেক বেশি সিট নিয়ে জিততে হবে। তারপর দিল্লিতে লড়াই করতে হবে।' 

1:51 PM(in an hour)

তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল : মমতা

Posted by :- Soumen Karmakar

'বাংলা যা করতে পারে অর কেউ পারে না। ডবল ইঞ্জিন সরকার ভাঙতে হবে। সিপিআইএম-কে সরাতে হবে। আমরা মানুষকে অসম্মান করি না। লক্ষ লক্ষ মানুষ এখানে আসতে পারেনি। বাংলা ভাষা বলবার জন্য যদি গ্রেফতার করা হয় তাহলে ছেড়ে কথা বলা হবে না। আমি ধরলে ছাড়ি না। আমার লেখা বই পড়ুন। তাহলে অনেক কিছু জানতে পারবেন। তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল।'  বলেন মমতা। 
 

Advertisement
1:47 PM(in an hour)

দেশ থেকেও বহু মানুষ বিদেশে যাচ্ছেন, তাহলে কি বিজেপি দায়ি? প্রশ্ন মমতার

Posted by :- Soumen Karmakar

'দিল্লিতে যমুনানগরে বাঙালিদের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছিল। অথচ ভোটের আগে দলিত, মতুয়াদের বাড়ি যান বিজেপি নেতারা। খেলোয়াড়ের উপর অত্যাচার করা হল। সেউ ব্রিজভূষণকে ভোটে টিকিট দেওয়া হল। ওরা বলে বাংলায় কাজ নেই বলে সবাই বাইরে চলে গেছে। ২০১৪ থেকে ১৮ সালে ২৩ হাজার লোক দেশ ছেড়েছে। ২০২৪ সালে ৪ হাজার ৩০০ লোক দেশ ছেড়ে গিয়েছে। বাংলা থেকে কোনও শিল্পপতিতে পালাতে হয়নি। কারণ বাংলায় ব্যবসা বাড়ছে, তাজপুর বন্দর, স্কাইওয়াক, কঙ্কালিতলা হয়েছে। গোটা বাংলাজুড়ে কাজ হয়েছে।' বলেন মমতা। 

1:44 PM(in an hour)

বাংলা ভাষায় কথা বললে বিজেপি ভয় পায় : মমতা

Posted by :- Soumen Karmakar

মমতার দাবি, 'বাংলা ভাষায় কথা বললে বিজেপি ভয় পায়। বাংলাতে মণীষীরা জন্মেছেন। সেজন্য ওরা  বাংলাকে ভয় পায়। জাতীয় সঙ্গীত, বন্দেমাতরম, জয়হিন্দ সব বাংলা থেকে জন্মেছে। বাংলার লোকেদের প্রতি আপনাদের কোনও সম্মান নেই। বিহারে ৪০ লাখেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বাংলায় তেমন হলে আমরা ঘেরাও করব। আন্দোলন হবে।'   

1:43 PM(in an hour)

ছাত্রীদের উপর অত্যাচার হলে পদক্ষেপ করি : মমতা

Posted by :- Soumen Karmakar

'অসম থেকে রাজবংশী ভাই উত্তমকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। এর জবাব কী আছে কেন্দ্রীয় সরকারের? এখানে দুই ছাত্রীর উপর অত্যাচার হয়েছে। আমরা পদক্ষেপ করেছি। কিন্তু ওড়িশায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে রাস্তায় পুড়িয়ে মেরেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সব জেলার মানুষকে জেলে ভরে দিচ্ছেন? গণতান্ত্রিকভাবে মানুষ জেলে ভরে দিলে তখন কী করবেন? ব্যাঙ্কে ১৫ লাখ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা তো পূরণ করেনি এই সরকার।' বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়।  

1:38 PM(in an hour)

বাংলায় কথা বলতে দেবে না বিজেপি : মমতা

Posted by :- Soumen Karmakar

'ওরা বলছে বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না। তবে বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত থাকবে।' বলেন মমতা।   

1:38 PM(in an hour)

বিজেপি ও নির্বাচন কমিশন চক্রান্ত করছে : মমতা

Posted by :- Soumen Karmakar

মমতা বলেন, 'বিজেপির চক্রান্ত চলছে। নির্বাচন কমিশন চক্রান্ত করছে। বিজেপি যে চক্রান্ত করেছে তার কথা কেউ তুলে ধরে না। এই সার্কুলার বিজেপি শাসিত রাজ্যে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সন্দেহবশত কাউকে এক মাস জেলে রাখা যেতে পারে। প্রায় ১ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। জুলাই মাসে আর একটা চিঠি পাঠিয়েছে কেন্দ্র। আমাদের কাছে যেটা লেটেস্ট এসেছে সেখানে বলেছে নোডাল অফিসার তৈরি করতে।'

Advertisement
1:37 PM(in an hour)

সর্বধর্ম সমন্বয়ের নীতি মেনে চলি : মমতা

Posted by :- Soumen Karmakar

'জগন্নাথ ধাম, কালী মন্দির ও ফুরফুরা শরিফের উন্নয়ন করা হয়েছে। সর্বধর্ম সমন্বয়ের নীতি মেনে চলি। ১২ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ করা হয়েছে। ২ কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে আনা হয়েছে।' 

1:33 PM(in an hour)

রাজ্য সরকার ৯৪ টি সরকারি প্রকল্প চালাচ্ছে : মমতা

Posted by :- Soumen Karmakar

৯৪টা সরকারি প্রকল্প চলছে। এর মধ্যে স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডারর মতো প্রকল্প আছে। ৪০ শতাংশ বেকারত্ব কমানো হয়েছে। বিজেপি বলেছিল ২ কোটি চাকরি দেবে। পারেনি। বাংলায় কর্মশ্রী হয়েছে। ৭৭ লাখ জবকার্ড হোল্ডার কাজ পেয়েছেন। ২ কোটি ২০ লক্ষের বেশি মানুষ কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। লাখ লাখ মানুষকে নানা প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। ৮ কোটি ৭২ লক্ষ মানুষকে স্বাস্থ্য সাথী দিয়েছি। পাট্টা দেওয়া হয়েছে। এরকম অনেক প্রকল্প আছে। বাংলার বাড়ি আগে হয়েছিল ৪৫ লক্ষ। ১২ লক্ষ দেওয়া হয়েছে। ডিসেম্বরে ১৬ লক্ষ দেওয়া হবে। বিধবা ভাতা দেওয়া হয়েছে ২০ লক্ষ ৬৪ হাজার।  

1:29 PM(in an hour)

যেদিন বিজেপিকে দিল্লির ক্ষমতা থেকে সরাতে পারব সেদিন আমাদের আন্দোলন থামবে : মমতা

Posted by :- Soumen Karmakar

'এই দিনটি গত ৩৩ বছর ধরে পালন করে আসছি। ১৯৯৩ সাল থেকে মা-মাটি-মানুষ ও গণতান্ত্রিক দিবস হিসেবে পালন হচ্ছে। ১৩টি প্রাণ নিজেদের শহিদ করে সেদিন গণতন্ত্রকে জিতিয়েছি। সেই সংগ্রাম আজও চলছে। যেদিন বিজেপিকে দিল্লির ক্ষমতা থেকে সরাতে পারব সেদিন আমাদের আন্দোলন থামবে। বামেদের কথা বলব না। ওরা অপপ্রচার করছে। এখন রাম-বাম-শ্যাম একসঙ্গে কাজ করছে। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে।'    

1:27 PM(in an hour)

শহিদদের পরিবারকে সম্মান মমতার

Posted by :- Soumen Karmakar

সিঙ্গুর, নন্দীগ্রাম, একুশের জুলাইয়ের শহিদদের পরিবারের সদস্যদের সম্মান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

1:26 PM(in an hour)

মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- Soumen Karmakar

প্রতীক্ষার অবসান। মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ ২১ জুলাই। 

Advertisement
1:23 PM(in an hour)

২৬ সালে বিজেপিকে শূন্য করতে হবে : অভিষেক

Posted by :- Soumen Karmakar

আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। মানবতা হল তৃণমূলের ধর্ম। ২৬ সালে বিজেপিকে শূন্য করতে হবে। সেটাই লক্ষ্য। 

1:22 PM(in an hour)

দেশের সব জায়গা থেকে বাঙালিদের-তাড়াচ্ছে বিজেপি : অভিষেক

Posted by :- Soumen Karmakar

ইডি ও ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি। ইডি-কে দিয়ে গ্রেফতার করাচ্ছে আর কমিশনকে দিয়ে ভোটার কার্ডে কারচুপি করাচ্ছে। বাংলা ভাষাকে বিজেপি অপমানিত করছে। আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বৈচিত্রের মধ্যে একতার মন্ত্রে বিশ্বাস করি। আমাদের মাটিতে দুর্গা, কালী পুজো হয়। রামনবমীও হয়। ইদও পালন করি। যে আগুন নিয়ে খেলবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কর্মীদের বলছি, এক ইঞ্চি জায়গাও ছাড়বেন না। আত্মতুষ্টিতে ভুগবেন না। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। ৭০ টা বিধানসভায় জিতে আর ১২ লোকসভায় জিতে দিল্লিতে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। বস্তি, ঝুপড়ি থেকে বাঙালিদের তাড়ানো হচ্ছে।  

1:18 PM(in 43 minutes)

আগে জয় শ্রীরাম বলত এখন বিজেপি জয় মা কালী বলছে : অভিষেক

Posted by :- Soumen Karmakar

 আগে জয়শ্রীরাম বলত। এখন বলছে জয় মা দুর্গা। আমি বলছি ২১৬ সালের পর জয় বাংলা বলাব ওদের। এখন তো ওরা জয়মা দূর্গা বলছে। ওদের বলাতে হবে। অথচ ওরা দুর্গাপুজোর বিরোধীতা করে এসেছে। বাংলা পথ দেখিয়েছে দেশকে। পদ্মফুল উপড়ে ফেলা হবে। যে কজন আবর্জনা রয়েছে তারা শপথ নিন। নিজের বুথে ফিরে কাজে নেমে পড়ুন। মানুষের মধ্যে প্রচার করুন। তাঁদের জানান, কীভাবে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে।  বাংলায় কথা বললে অত্যাচার করা হচ্ছে। হিমন্ত বিশ্বশর্মা বাংলায় কথা বললে তাঁদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। এবার তো সংসদে আমরা বাংলায় কথা বলব। গলা টিপে দিলেও জয় বাংলা বেরোবে।  

1:15 PM(in 40 minutes)

ভোটার কার্ড নিয়ে কারচুপি মানব না : অভিষেক

Posted by :- Soumen Karmakar

আমরা ব্রিগেডে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূলের শক্তি। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। যে বিজেপি ১৯ সালের ভোটে এই উত্তর কলকাতায় বিদ্য়াসাগরের মূর্তি ভেঙেছিল, রবীন্দ্রনাথকে বামপন্থীদের বলে, যে বিজেপির নেতারা লড়াইয়ে জিততে না পেরে বাংলাকে ভাতে মারার চেষ্টা করে তারা বাংলা বিরোধী। আমি আগের মাসে ডায়মন্ডহারবারে বলেছিলাম ৫০ টা সিট পেরোবে না বিজেপি। আমি ভবিষ্যৎ করি না কারও। যে কজন আছে বিরোধী তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আজ থেকে ৩২ বছর আগে নির্বাচনের সচিত্র পরিচয়পত্র নিয়ে আন্দোলন হয়েছিল। এবারও ভোটার কার্ড নিয়ে কারচুপি করতে দেব না। প্রয়োজনে প্রাণ দেব। দিল্লিতে আন্দোলন গড়ে তুলব। 

1:10 PM(in 35 minutes)

তৃণমূলের কর্মীরাই দলে শক্তি : অভিষেক

Posted by :- Soumen Karmakar

ধর্মতলার বুকে ইতিহাস তৈরি হল। এই ভিড় গত বছরের একুশে জুলাইকে ছাপিয়ে গেছে। এটাই এই দিনের বৈশিষ্ট্য। বিজেপি ও তৃণমূল সম্মুখ সমরে লড়াই করছে। কিন্তু বিজেপির কাছে একাধিক এজেন্সি, সিবিআই, ইডি, নির্বাচন কমিশনের একটা অংশ থাকলেও তৃণমূলের মতো কর্মী নেই বিজেপির। আগামী ১০০ বছরেও তৈরি হবে না। সকাল থেকে বসে, দাঁড়িয়ে রয়েছেন কর্মীরা। তাঁগের নমমস্তকে কুর্নিশ। 

Advertisement
1:07 PM(in 31 minutes)

মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়

Posted by :- Soumen Karmakar

মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এরপর বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

1:04 PM(in 29 minutes)

মঞ্চে গান নচিকেতার

Posted by :- Soumen Karmakar

প্রতিবারের মতো এবারও একুশের মঞ্চে সঙ্গীত পরিবেশন করলেন নচিকেতা চক্রবর্তী। যখন সময় থমকে দাঁড়ায় গানটি গাইলেন তিনি।  

1:02 PM(in 27 minutes)

একুশের মঞ্চে হাজির পহেলগাঁওয়ে মৃতের বাবা ও মা

Posted by :- Soumen Karmakar

একুশের মঞ্চে উপস্থিত শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের বাবা ও পহেলগাঁওয়ের বিতান অধিকারীর বাবা ও মা। তাঁদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।  তাঁদের হাতে এক লাখ টাকা করে সাহায্য তুলে দেন মমতা। 

12:57 PM(in 22 minutes)

২১ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- sumana

ধর্মতলায় ২১ মঞ্চে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

12:57 PM(in 21 minutes)

মঞ্চে এলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

Posted by :- Soumen Karmakar

মঞ্চে এলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি আসামাত্র তাঁকে স্বাগত জানান, তৃণমূলেন নেতারা। উঠে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা দলের নেতাদের সঙ্গে দেখা করেন। জনতার উদ্দেশে হাত নাড়ান। 

Advertisement
12:53 PM(in 17 minutes)

বাংলায় কথা বললেই গ্রেফতার করা হচ্ছে : অরূপ বিশ্বাস

Posted by :- Soumen Karmakar

আজকের সভা ঐতিহাসিক, বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় দিকনির্দেশ করবেন। তাঁর কথামতো আমরা লড়ব। ২০২৬ সালে বিজেপি-কে ছাব্বিশে নামিয়ে আনব। কারণ ওরা বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী। বিজেপি বাংলাকে শেষ করতে চাইছে। আমাদের হকের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এক লক্ষ ৯৭ হাজার কোটি  টাকা পাওনা রয়েছে। তবে উন্নয়ন থামেনি। ৯৪ টা সামাজিক প্রকল্প চলছে। কেন্দ্রীয় সরকার চক্রান্ত করলেও তারা বারবার ব্যর্থ হয়েছে। বাংলা বললে গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে।'    

12:52 PM(in 17 minutes)

অরূপ বিশ্বাস: বাংলার উন্নয়ন আটকে রাখা যাবে না

Posted by :- Soumick Majumdar

অরূপ বিশ্বাস: কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের প্রাপ্য টাকা আটকে রাখ, বাংলার উন্নয়ন আটকে রাখা যাবে না। কারণ কথায় আছে, যে খায় চিনি, জোগায় চিন্তামণি।

12:48 PM(in 12 minutes)

বাংলার বিজেপি ছাগলের তৃতীয় সন্তান : ফিরহাদ

Posted by :- Soumen Karmakar

বিজেপিকে আক্রমণ ফিরহাদের আক্রমণ, 'বাংলাকে অপমান করবেন না। বাংলা যদি ভারতের স্বাধীনতা আনতে পারে। তাহলে নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাত করার ক্ষমতা আছে বাংলার। বাংলার বিজেপি হল ছাগলের তৃতীয় বাচ্চা। এদের কোনও সংগঠন নেই।'

12:45 PM(in 10 minutes)

বিজেপি যেদিন থেকে বাংলায় এসেছে সেদিন থেকে বাংলায় সাম্প্রদায়িক উস্কানি বেড়েছে : ফিরহাদ

Posted by :- Soumen Karmakar

'জয় বাংলা' স্লোগান দিয়ে বক্তব্য শুরু করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,'বিজেপি যেদিন থেকে বাংলায় এসেছে সেদিন থেকে বাংলায় সাম্প্রদায়িক উস্কানি বেড়েছে। আমাদের দল থেকে একজন পাল্টু চাচা ওইদিকে গিয়েছে। সে এখন সাম্প্রদায়িক। এই বাংলা স্বামী বিবেকানন্দের, রামকৃষ্ণের বাংলা। ৫০ হাজার ছেলে গুলি খেয়ে মারা গেছে এই বাংলায়। ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আরও দরকার হলে রক্ত দেব। মমতা বন্দ্য়োপাধ্যায়ের আদর্শ হল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। আজকের লড়াই বাঙালি অবমাননার লড়াই। যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানেই সমস্যা হচ্ছে। বাংলাভাষাতে কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। এই মাটিতেই আমার কবর হবে। যাদের যাদের উপর বাংলায় অত্যাচার হচ্ছে গর্জে উঠুন। আমাদের শ্রমিকরা অনেকে বাইরে যায়। একইভাবে অন্য রাজ্যের অনেকে এখানে থাকে। আমরা একসঙ্গে থাকি।' 

12:44 PM(in 8 minutes)

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বক্তব্য রাখলেন

Posted by :- sumana

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃণমূলের মঞ্চে বক্তব্য রাখলেন।  বললেন, অসমের মাটির কথা ভাল ভাবে তুলে ধরেছেন সুস্মিতা। মেঘালয়ের জন্যও এটা প্রযোজ্য।

Advertisement
12:43 PM(in 8 minutes)

বক্তব্য পেশ করছেন ফিরহাদ হাকিম

Posted by :- Sukamal

'আমাদের থেকে একজন পাল্টু চাচা ওইদিকে গেছে, সে আচমকা সাম্প্রদায়িক হয়ে গেছে। এটা রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের বাংলা। আমরা বাংলার মানুষের পাশে আছি।' 

12:42 PM(in 7 minutes)

তৃণমূলের মঞ্চে ললিতেশ ত্রিপাঠী

Posted by :- sumana

তৃণমূলের উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠী  মঞ্চে বক্তব্য রাখলেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তাড়াাড়ি বাংলা শিখে নেব। বাংলায় বলতে চাই। আমাকে লোকসভা ভোটে লড়ার সুযোগ দিয়েছে তৃণমূল। আমি মমতা-অভিষেকের হাত শক্ত করার জন্য লড়াই করেছি। এ বারে হয়নি। আমি উত্তরপ্রদেশ থেকে তৃণমূলের প্রথম সাংসদ হয়ে দেখাব।'
 

12:38 PM(in 3 minutes)

সভাস্থলের দিকে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- sumana

সভাস্থলের দিকে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পরেই ২১ মঞ্চ থেকে ভাষণ দেবেন তিনি।

12:38 PM(in 2 minutes)

উত্তরপ্রদেশে ঘাসফুল ফোটাব : ললিতেশ

Posted by :- Soumen Karmakar


একুশের মঞ্চে বক্তব্য রাখছেন উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী। তিনি বলেন, 'আমি শহিদদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানাচ্ছি। তিনি আমাকে দলে এনেছেন। আমি এখনও বাংলা শিখতে পারিনি। সেজন্য ক্ষমাপ্রার্থী। আমি উত্তরপ্রদেশ থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলাম। উত্তরপ্রদেশে ঘাসফুল ফোটাতে চাই। ২০২৯ সালে উত্তরপ্রদেশ থেকে জিতব। এই কথা দিয়ে যাচ্ছি।

12:29 PM(7 minutes ago)

মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Posted by :- sumana

২১ জুলাইয়ের মঞ্চে এসে উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
12:26 PM(9 minutes ago)

ধর্মতলায় পৌঁছালেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়

Posted by :- Soumick Majumdar

একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ধর্মতলায় পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

12:24 PM(12 minutes ago)

মমতা বন্দ্যোপাধ্যায়কে না জেতালে বাংলা ভাষার সঙ্কট : সুস্মিতা দেব

Posted by :- Soumen Karmakar

ভারতীয় জনতা পার্টি অসম রাজ্যের অনুপ্রবেশকারীদের নিয়ে কী পদক্ষেপ করেছে? এই প্রশ্ন করতে চাই বিজেপি-কে। অসম রাজ্য এনআরসি মেনে নিয়েছিলাম। তার ঐতিহাসিক কারণ ছিল। আমরা টানা ৬ বছর কাগজ দেখিয়েছি। তাতেও সমাধান হয়নি। ২০১৯ সালের এনআরসি-তে ১৯ লাখ বাদ পড়েছিল। এদের মধ্যে হিন্দু বাঙালি, মতুয়া, বৌদ্ধরা ছিল। ২০২৬ সালে মমতাকে জেতাতে হবে। না হলে বাংলা ভাষাকে নিষিদ্ধ করবে ভারতীয় জনতা পার্টি। বললেন সুস্মিতা দেব। 

12:22 PM(14 minutes ago)

একুশের মঞ্চে বক্তব্য পেশ করছেন সুস্মিতা দেব

Posted by :- Sukamal

'বিজেপি সরকার বিভাজনের রাজনীতি করছেন। প্রধানমন্ত্রীকে বলতে চাই, অসমে শুধু মিথ্যার রাজনীতি করেছেন। এই দেশের ইতিহাসে আছে, এই দেশের সবথেকে বড় ডিটেনশন ক্যাম্প অসমে রয়েছে।'

12:19 PM(16 minutes ago)

মঞ্চে বক্তব্য রাখছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব

Posted by :- Soumen Karmakar

আমি অসমের। রাজ্যসভায় জায়গা দেওয়ার জন্য মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। অসমের বাসিন্দা হিসেবে বলতে বাধ্য, অনুপ্রবেশকারীদের নিয়ে সবথেকে বেশি রাজনীতি হয় অসমে। 

12:16 PM(19 minutes ago)

মানুষের ঢল

Posted by :- sumana

২১ জুলাই কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ নজর কেড়েছে।

 

Advertisement
12:14 PM(21 minutes ago)

তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান শুরু

Posted by :- sumana

12:14 PM(22 minutes ago)

মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে মানুষের ঢল

Posted by :- Arindam

ধর্মতলায় ব্যাপক ভিড়। ছাব্বিশের ভোটের আগে শেষ একুশে জুলাই জনসভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে মানুষের ঢল। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বললেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে আদিবাসীদের উপর অত্যাচার চলছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেই আদিবাসীরা শান্তিতে বাস করছেন। আদিবাসীদের উন্নয়ন হচ্ছে।

ধর্মতলায় ব্যাপক ভিড়
ধর্মতলায় ব্যাপক ভিড়
12:01 PM(34 minutes ago)

ধর্মতলায় লক্ষাধিক জনতা

Posted by :- sumana

ধর্মতলায় লক্ষাধিক জনতা, ছবি পোস্ট করে দাবি তৃণমূলের।

 

11:40 AM(an hour ago)

ভিড় বাড়ছে ধর্মতলায়

Posted by :- sumana

সকাল থেকে ধর্মতলা চত্বরে ক্রমেই বাড়ছে ভিড়।

 

11:35 AM(an hour ago)

যান নিয়ন্ত্রণ নিয়ে সন্তুষ্ট হাইকোর্ট

Posted by :- sumana

শহিদ সমাবেশের আগে যান নিয়ন্ত্রণ নিয়ে সন্তুষ্ট, কলকাতা পুলিশকে সার্টিফিকেট হাইকোর্টের। সোমবার সকালে  রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত। 

Advertisement
11:33 AM(an hour ago)

তৃণমূলের সভায় আসছেন নেতা-মন্ত্রীরা

Posted by :- Soumen Karmakar

রবিবার রাত থেকেই ধর্মতলায় দলীয় কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছিলেন। বেলা যত গড়িয়েছে লোকও বাড়তে শুরু করেছে। সভা শুরু হবে আর কিছুক্ষণ পরেই। এবার সভাস্থলে আসতে শুরু করেছেন তৃণমূলেন শীর্ষস্থানীয় নেতারা। অতীন ঘোষ, সুজিত বসু, শশী পাঁজা ইতিমধ্যেই পৌঁছেছেন। 

11:18 AM(an hour ago)

অভিষেকের বার্তা

Posted by :- Rupsa

শহিদ সমাবেশের আগে ফেসবুকে নিজের বার্তা শেয়ার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, ‘শহিদ দিবসে আমরা স্মরণ করি: বুলেট শরীরকে হত্যা করতে পারে, কিন্তু বিশ্বাসকে নয়। স্বৈরাচার বাংলার চেতনাকে চূর্ণ করতে পারে না।'

 

11:12 AM(an hour ago)

তৃণমূলের মিছিলের জেরে মিলছে না গণপরিবহণ

Posted by :- Rupsa

শহরের একাধিক জায়গায় গণপরিবহণ না মেলার অভিযোগ। শিয়ালদহ, মৌলালি, শোভাবাজার এলাকায় বাস, অটো অমিল বলে অভিযোগ করছেন একাধিক যাত্রীর। এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সকাল ১১টার পর থেকে ফের বিভিন্ন প্রান্তের মিছিল ধর্মতলামুখী হয়েছে। 

10:59 AM(2 hours ago)

২১ জুলাই নিয়ে সুকান্ত মজুমদার

Posted by :- sumana

তৃণমূলের ২১ জুলাই নিয়ে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বললেন, এটাই TMC-র শেষ শহিদ দিবস।

 

 

10:42 AM(2 hours ago)

ওটা সভা নয়, পাগলু ডান্স : শুভেন্দু

Posted by :- Soumen Karmakar


তৃণমূলের যে সভা হচ্ছে সেটা আসলে শহিদ দিবসের সভা নয়। ওটা পাগলু ডান্সের সভা। জোর করে লোকজনকে আনা হচ্ছে। হাওড়া স্টেশন থেকে অনেকে পালিয়েছেন।     

Advertisement
10:42 AM(2 hours ago)

ওটা সভা নয়, ওটা পাগলু ডান্স, একুশে জুলাইয়ের সমাবেশকে কটাক্ষ শুভেন্দুর

Posted by :- Arindam

উত্তরবঙ্গ যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সভাকে তীব্র কটাক্ষ করলেন। বললেন, 'ওটা সভা নাকি! ওটা তো পাগলু ডান্স। দেখছেন না, কীকরম নাচতে নাচতে যাচ্ছে সব। বেশির ভাগ লোককে তো জোর করে এনেছে। পুরুলিয়া থেকে যাঁদের এনেছিল, সবাই সকালেই আবার পুরুলিয়া ফিরে গিয়েছেন। জোর করে আনা লোক দিয়ে সভা।'

10:28 AM(2 hours ago)

মমতা বন্দ্য়োপাধ্যায়ের সাজে তৃণমূল কর্মী

Posted by :- Soumick Majumdar

প্রতিবারের মতো এবারেও ধর্মতলার পথে বিভিন্ন সাজে দেখা গেল উৎসাহী তৃণমূল কর্মী-সমর্থকদের। কাউকে কাউকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাজেও দেখা গেল। 

10:27 AM(2 hours ago)

একুশের সভা শুরুর আগে বিরোধীদের কটাক্ষ কুণাল ঘোষের

Posted by :- Rupsa

 

10:25 AM(2 hours ago)

একুশের মিছিলে 'টুট যায়ে রাজাজি'? BJP-র পোস্টে তৃণমূলকে খোঁচা

Posted by :- Arindam

বাঙালি অস্মিতা ও বাঙালিদের উপর হেনস্থা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে বিজেপি-র দাবি, বাঙালি অস্মিতা আসলে ভাঁওতা। মুর্শিদাবাদের একুশে জুলাই মিছিলের একটি ভিডিও পোস্ট করে বিজেপি-র দাবি, ভোজপুরী ও হিন্দি গান বাজানো চলছে। ভিডিওটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

10:23 AM(2 hours ago)

১ লক্ষ মানুষের ভিড় 

Posted by :- sumana

ধর্মতলায় অনুষ্ঠিত মেগা সমাবেশে ১ লক্ষেরও বেশি লোকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে বিপুল সংখ্যক মানুষ কলকাতায় পৌঁছেছেন।

Advertisement
10:23 AM(2 hours ago)

শিয়ালদায় যানজট

Posted by :- Rupsa

হাতেগোনা বাস চলছে মধ্য কলকাতায়, সেগুলিতে প্রচুর ভিড়। অনেকে উঠতে পারছেন না। শিয়ালদহ থেকে মৌলালির রাস্তায় যানজট 

10:22 AM(2 hours ago)

রাস্তায় কম গণপরিবহন, সমস্যায় নিত্যযাত্রীরা

Posted by :- Soumen Karmakar

তৃণমূলের সমাবেশের জেরে রাস্তায় নেমে নাকাল নিত্যযাত্রীরা। ক্যাব, অটো, যাত্রীবাহী বাস রাস্তায় সেভাবে মিলছে না। ফলে শহরের প্রধান প্রধান সড়কে সাধারণ মানুষের ভিড়। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও মিলছে না যানবাহন। 

9:46 AM(3 hours ago)

হাওড়া স্টেশনে ভিড় বাড়ছে TMC কর্মী সমর্থকদের

Posted by :- Soumick Majumdar

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনে ভিড় বাড়ছে TMC কর্মী সমর্থকদের। সেখান থেকে হাওড়া ফেরিঘাটে যাচ্ছেন। লঞ্চে করে রওনা দিচ্ছেন। অনেকে আবার পায়ে হেঁটেই পাড়ি দিচ্ছেন ধর্মতলার উদ্দেশে। দলীয় কর্মীদের সহায়তার জন্য হাওড়া স্টেশনে হেল্প ডেস্কও খুলেছে তৃণমূল কংগ্রেস।

9:43 AM(3 hours ago)

নেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকেরা

Posted by :- sumana

আগামী বছরেবিধানসভা নির্বাচন, তৃণমূলের লক্ষ্য বিরোধীদের পর্যুদস্ত করে নবান্নের মসনদ আবারও নিজেদের দখলে রাখা। এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোন কোন অস্ত্রে লড়বে জোড়াফুল শিবির? সেই দিশাই আজ দেখাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।  নেত্রীর বার্তার অপেক্ষায় কর্মী সমর্থকেরা।

9:36 AM(3 hours ago)

রাস্তাতেই হচ্ছে রান্না

Posted by :- Rupsa

বিভিন্ন জেলা থেকে যে কর্মী-সমর্থকেরা ধর্মতলার উদ্দেশে যাচ্ছেন তাঁদের জন্য পানীয় জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদা চত্বরে রাস্তাতেই রান্না চলছে। 

Advertisement
9:07 AM(3 hours ago)

বাসে ব্যাপক ভিড়, রাস্তায় তারকেশ্বরগামী পুণ্যার্থীরাও

Posted by :- Arindam

কলকাতায় বাস কম চলছে। তবে এখনও পর্যন্ত যানজট সে ভাবে চোখে পড়েনি। কিন্তু বাসে ভিড় চোখে পড়ার মতো। তৃণমূল কর্মীদের পাশাপাশি রাস্তায় আছেন তারকেশ্বরগামী পুণ্যার্থীরাও। কারণ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তার মোড়ে মোড়ে।

9:03 AM(4 hours ago)

কংগ্রেসের ২১ জুলাই পালন

Posted by :- Rupsa

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর নদিয়ার পলাশিতে ২১ জুলাই পালন করবে কংগ্রেস। 

8:59 AM(4 hours ago)

ট্র্যাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে

Posted by :- sumana

২১ জুলাইয়ের  সভাকে কেন্দ্র করে শহরে ভিড় রয়েছে। তবে মধ্য কলকাতায় যানজট নেই এখনও। ধর্মতলা, রাজভবনের দিক থেকে মা উড়ালপুলের দিকের রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে। শেক্সপিয়ার সরণি অন্যান্য় দিনের তুলনায় ফাঁকা। একাধিক রাস্তায় পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। গাড়ি অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় বাস বা বেশ কম। এর ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।

8:40 AM(4 hours ago)

এরপর তৃণমূল দলটাই শহিদ হয়ে যাবে: দিলীপ ঘোষ

Posted by :- Arindam

শহিদ দিবসে তাঁকে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দেখা যেতে পারে বলে জল্পনার মধ্যেই ফের গোটা বিষয়টি অস্পষ্ট রাখলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসকে রীতিমতো কটাক্ষ করে বললেন, এটাই তৃণমূল কংগ্রেসের অন্তিম শহিদ দিবস। এরপর তৃণমূল দলটাই শহিদ হয়ে যাবে। 

8:27 AM(4 hours ago)

শহরে বাস কম

Posted by :- sumana

সকাল থেকেই ধর্মতলা চত্বর সরগরম। ভোর থেকেই সভা চত্বরে ভিড় জমিয়েছেন কর্মী সমর্থকেরা। তবে বাস কম চলছে শহরে। ফলে বাসে নিত্যযাত্রীদের  ভিড়ও চোখে পড়ার মতো। 

Advertisement
8:22 AM(4 hours ago)

হেল্পলাইন নম্বর

Posted by :- Rupsa

যানজটে জেরবার হলে ১০৭৩, ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে। 

7:52 AM(5 hours ago)

হাওড়া, শিয়ালদা ধর্মতলায় ভিড় বাড়ছে

Posted by :- sumana

হাওড়া এবং শিয়ালদা স্টেশনে সোমবার সকাল থেকে তৃণমূল সমর্থকদের ভিড়। বিভিন্ন জেলা থেকে তাঁরা ট্রেনে কলকাতায় পৌঁছোচ্ছেন। ধর্মতলায় ভিড় বাড়তে শুরু করেছে। রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা কলকাতায় আসছেন। 

7:24 AM(5 hours ago)

জেলা থেকে কর্মী-সমর্থকদের ভিড় কলকাতায়

Posted by :- sumana

২১ জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে জেলা থেকে কর্মী-সমর্থকদের ভিড় কলকাতায়।  রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা হাজির হচ্ছেন ধর্মতলায়।

6:32 AM(6 hours ago)

আজ উত্তরকন্যা অভিযানে বিজেপি

Posted by :- sumana

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসেই উত্তরকন্যা অভিযানে বিজেপি, হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপি যুব মোর্চার এই উত্তরকন্যা অভিযান।  সামিল হবেন বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী।

6:32 AM(6 hours ago)

কোন পথে তৃণমূলের মিছিল?

Posted by :- sumana

শিয়ালদা থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা আসবে একটি মিছিল। হাওড়া ব্রিজ থেকে ব্রেবোর্ন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা আসবে মিছিল। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা। হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা। শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি হয়ে ধর্মতলা আসবে মিছিল। বিবেকানন্দ রোড, পাথুরিয়াঘাটা স্ট্রিট, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা আসবে একটি মিছিল।
 

Advertisement
6:32 AM(6 hours ago)

হেল্পলাইন নম্বর

Posted by :- sumana

সমস্যায় পড়লে কলকাতা পুলিশের ৩টি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। ৩টি টোল ফ্রি নম্বর 1073, 98308-11111, 98300-10000. 
 

6:31 AM(6 hours ago)

২১ জুলাই যান নিয়ন্ত্রণে ব্যবস্থা

Posted by :- sumana

পণ্যবাহী গাড়ি শহরে নিষিদ্ধ ভোর - ৩টে থেকে রাত ৮টা। বেশ কিছু রাস্তায় যাত্রিবাহী যান চলাচল নিয়ন্ত্রণ - ৪টে থেকে রাত ৯টা।  পার্কিং নিষিদ্ধ - হেস্টিংস ক্রসিং, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন, হসপিটাল রোডে। শহরের ২২ টি স্থানে জমায়েতের সম্ভাবনা। প্রতিটি স্থানে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। মিছিলের শুরু ও শেষে থাকবে পুলিশ বাহিনী।
 

6:31 AM(6 hours ago)

২১ জুলাইয়ে নিরাপত্তার ব্যবস্থা

Posted by :- sumana

সভামঞ্চের নিরাপত্তার জন্য ধর্মতলার ২০টি উঁচু বিল্ডিং থেকে নজরদারি চালাবে পুলিশ। মঞ্চের আশেপাশে থাকছে ৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। থাকছে ১৮টি অ্যাম্বুল্যান্স ও ৬টি কুইক রেসপন্স টিম। পাশাপাশি অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ইঞ্জিন ছাড়াও থাকছে মোবাইল কন্ট্রোল রুম ভ্যান ও দমকলের মোটরসাইকেল।
 

6:31 AM(6 hours ago)

২১ জুলাই কি সরকারি ছুটি?

Posted by :- sumana

তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন করা হয় ধর্মতলায়। কলকাতা প্রায় প্রাণকেন্দ্র এই ধর্মতলা। ১৯৯৩ সালের পর থেকে প্রতিবছরই এই দিনটি গুরুত্ব দিয়ে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই বর্তমান রাজ্য সরকারও গুরুত্ব দিয়ে পালন করে। তবে এই বিষয়ে অর্থ দফতর কোনও ছুটি ঘোষণা করেনি। রাজ্য সরকারের সমস্ত দফতরই খোলা থাকবে। ২১ জুলাই উপলক্ষ্যের কলকাতার কয়েকটি স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। কিছু স্কুল অনলাইন ক্লাসের ঘোষণা করেছে। যানজটের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

6:30 AM(6 hours ago)

আজ একুশে জুলাইয়ের সমাবেশ

Posted by :- sumana

এবার একুশে জুলাই সমাবেশের মূল মঞ্চটি ত্রিস্তরীয় এবং আড়ে-বহরে অনেকটা বড়। ভিক্টোরিয়া হাউসের সামনে তিন ধাপে তৈরি মঞ্চে বসবেন শীর্ষ নেতৃত্ব, অতিথি, নির্বাচিত জনপ্রতিনিধি, শহিদ পরিবারের সদস্যরা। প্রথম মঞ্চটি মাটি থেকে ১১ ফুট উঁচু, দ্বিতীয় ও তৃতীয়টির উচ্চতা যথাক্রমে ১২ ও ১৩ ফুট। মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। গোটা মঞ্চ ঘিরে ফেলা হয়েছে দলীয় পতাকা তেরঙ্গার রঙে।  তিনটি মঞ্চের প্রথমটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রথম সারির শীর্ষ নেতারা। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। আর মঞ্চের তৃতীয়ভাগে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।
 

Advertisement