নতুন করে বেশ কয়েকটি পণ্যের উপর জিএসটি আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। সেনিয়ে মোদী সরকারকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে তিনি বলেন,'মুড়িতেও জিএসটি। বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না। মুড়িতে কত জিএসটি?'
জিএসটি নিয়ে মোদী সরকারকে নিশানা করতে গিয়ে কর্মী-সমর্থকদের কাছে মুড়ি চান তৃণমূল নেত্রী। ভিড়ের মাঝেই মুড়ি নিয়ে এগিয়ে এলেন এক কর্মী। তা থালায় করে আনতে বলেন নেত্রী। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মুড়িভর্তি ট্রে নিয়ে মঞ্চে ওঠেন। নেত্রীর নির্দেশ,আর একটু বেশি দে। মুড়িটা ওঁকে ফেরত দিবি। তার পর ওই কর্মীকে আশ্বস্ত করেন, মুড়ি ফেরত দেব কিন্তু চিন্তা করো না।
এরপর মুড়ি নিয়েই বলতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'মুড়ির ওপরেও জিএসটি! বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না! 'মিষ্টিতেও, চিনি, দই, লস্যি, দই, বাতাসা, নিমপাতায় কত জিএসটি? লোকে কী খাবে? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও। রোগী হাসপাতালে ভর্তি হলেও জিএসটি দিতে হচ্ছে। আমার প্রশ্ন, মারা যেতে কত জিএসটি দিতে হবে!' তিনি আরও বলেন,'ইডি, সিবিআই, আয়কর দফতর আসলে মা-বোনেরা মুড়ি খেতে দেবেন। একটু তেল দিয়ে দেবেন। বলবেন, এতে জিএসটি লাগবে না।'
মমতাকে পাল্টা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়,'জিএসটি কাউন্সিলের বৈঠকে ছিলেন রাজ্য সরকারের প্রতিনিধি। জিএসটি-র ভাগ পায় রাজ্য সরকার। ম্যাগির মতো প্যাকেটজাত পণ্যের উপরে জিএসটি বসেছে।'
আরও পড়ুন- নেতার জলের বোতল বয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না, বার্তা অভিষেকের