২১ জুলাইয়ের মঞ্চে যেখানে শেষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেখান থেকেই বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখতে শুরু করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই শহিদ দিবসের কথা মনে করিয়ে মমতা বলেন '৩৩ বছর আগে শুরু হওয়া আমাদের এই লড়াই চলবে, যতদিন না দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করতে পারি।' ২১ জুলাইয়ের ধর্মতলার সভামঞ্চ থেকে বাংলার সংস্কৃতি, ভাষা ও স্বাভিমানের পক্ষে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই এদিন তৃণমূলনেত্রী ছিলেন আক্রমণাত্মক। বাঙালি নিপীড়নের অভিযোগে বিজেপিকে বিদ্ধ করেছেন তিন। তৃণমূলের একুশের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। এদিন মঞ্চ থেকে যে ১০ গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিলেন চলুন একনজরে দেখে নেওয়া যাক-
দেশ থেকে বিজেপিকে তাড়ানোর ডাক
'সবাইকে জেলে ভরে দিচ্ছেন! কিন্তু মনে রাখবেন, আগামী দিনে মানুষই গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরে দেবে। সেদিন আর বেশি দূরে নয়।', বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের ‘অবিচার’ ও ‘বদলার রাজনীতি’ এখন চরমে পৌঁছেছে। কটাক্ষের সুরে বলেন, 'বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো! কী বন্ধুরা, বাংলায় তো বদল হয়ে গেছে, দিল্লিতে বদল করতে হবে। ছক্কা মারতে হবে, বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে, আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে।' বিজেপিকে তোপ দেগে মমতার আর্জি,'ওদের না আছে জ্ঞান, না আছে গম্যি। সোশাল মিডিয়ায় যা দেয় তা দেখে বিশ্বাস করবেন না।'
বাংলা ভাষার উপর সন্ত্রাস
মমতার দাবি, বাংলায় একের পর এক উন্নয়নে ভয় পেয়ে বঞ্চনার রাজনীতি করছে বিজেপি। বাংলা জুড়ে কাজ হয়েছে। তাই বাংলাকে নিশানা করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?’ তিনি আরও বলেন, ‘দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’
২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন
২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল করুন। প্রতিবাদে নামুন। এ বার শুরু হল ভাষারক্ষার শপথ। ’ বাংলা ভাষার উপর চলা ‘অত্যাচার’-এর বিরুদ্ধে সরব হয়ে তিনি জানিয়ে দেন, এবার ভাষার লড়াই ফের শুরু হবে। আন্দোলনের রূপরেখাও তৈরি করে দেন। হুঁশিয়ারির সুরে বলেন, 'ভাষা রক্ষার শপথ নিচ্ছি, প্রয়োজনে জীবন দেব, তবু বাংলা ভাষার উপর এই সন্ত্রাস মেনে নেওয়া হবে না।' গান্ধীমূর্তির পাদদেশে সাংসদদের ধর্ণা কর্মসূচির ঘোষণা করেন। নাগরিক সমাজকে ধর্ণায় যোগের আহ্বান জানান।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ
তৃণমূলনেত্রীর দাবি, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তাঁর সরকার বাংলার মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অনেক জনহিতকর প্রকল্প রাজ্য চালিয়ে যাচ্ছে। আবাস প্রকল্পে গরিবদের বাড়ি দেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মস্থানের উন্নতিকল্পে কাজ করেছে তৃণমূল সরকার। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। রাজ্য সরকারের ৯৪টা সামাজিক স্কিম আছে।
বিজেপিশাসিত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মতুয়া ভাইদের উপর অত্যাচার হচ্ছে। কী জবাব দেবে তার বিজেপি? যখন ওড়িশায় ছাত্রীর সম্মান নষ্ট হল, যখন ওড়িশার রাস্তায় ছাত্রীর গায়ে আগুন ধরানো হয়, তার উত্তর কে দেবে? উত্তর দিতে হবে।’ অসমের মুখ্যমন্ত্রীকে মমতার খোঁচা, 'আপনি অসম সামলাতে পারছেন না। আর বাংলায় নাক গলাচ্ছেন। সুস্মিতা দেবকে বলব দরকার হলে প্রতিরোধ গড়ে তুলতে। দরকার হলে আমরা সবাই যাব। দেখব কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখেন।'
মার্কিন প্রেসিডেন্ট কন্ট্রোল করছে
২১ জুলাইয়ের মঞ্চেও উঠে এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট।'
প্রধানমন্ত্রীকে আক্রমণ
নাম না করেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলি প্রম্পটার দেখে দুটো বাংলা কথা বলবেন? মনটা বড় করতে শিখুন। দেশের কী অবস্থা? আপনাদের কন্ট্রোল করছে আমেরিকা প্রেসিডেন্ট। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এত রক্তের বিনিময়েও? আপনারা না হিন্দু না মুসলমান, না খ্রিস্টান। আমেরিকান প্রেসিডেন্ট যখন কোমরে দড়ি বেঁধে পাঠিয়ে দিলেন, তখন আপনারা প্রতিবাদ করেননি কেন? আগে নিজেদের আয়নায় দেখুন, তারপর বলুন।' একই সঙ্গে আক্রমণ করেন সিপিএমকে। মমতার অভিযোগ, 'নর কঙ্কালের সরকার বাংলাকে শেষ করে দিয়েছিল। রাম-বাম এক হয়ে বাংলার সর্বনাশ করতে চেয়েছিল। কিন্তু মানুষ রায় দিয়েছে উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।'
নতুন স্লোগান
একুশের মঞ্চ থেকে নতুন স্লোগানও দেন মমতা বন্দ্যোপাধ্যা। বলেন,‘এখান থেকেই বলেছিলাম বদলা নয়, বদল চাই। এ বার বলছি, ‘জব্দ হবে, স্তব্ধ হবে।’ আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। বাকিটা নির্বাচনের সময় বুঝিয়ে বলব।’
জগন্নাথ ধামের মতোই বাংলায় হবে দুর্গা অঙ্গন
দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে রাজ্য সরকার। এ বার ‘দুর্গা অঙ্গন’ করা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ধর্মতলার সভা থেকে তিনি বলেছেন, 'জগন্নাথ ধামের অনুকরণে এ বার দুর্গা-অঙ্গন বাংলায় করে দেব। সারা বছর যাতে মানুষ যাতে পুরোটা দেখতে পারেন।'
এবার ২১ জুলাইতে কেন বৃষ্টি হল না? ব্যাখ্যা মমতার
এবারের একুশে জুলাইতে কেন বৃষ্টি হল না, তার ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, 'এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এবার নতুন খেলা শুরু হয়েছে। চোখ দিয়ে জল নয়, এবার আগুন বেরবে।'